রাখাইনে সহায়তা পাঠাতে করিডোর দেওয়ার প্রশ্নে যা বললেন মুখপাত্র
অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর রোহিঙ্গা সংকট সমাধানে নতুন কিছু উদ্যোগ নিয়েছে। সরকারের এসব উদ্যোগ থেকে ভালো কিছু বের হয়ে আসবে বলে মনে করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।
বিজ্ঞাপন
রোহিঙ্গা ইস্যুতে সরকারের প্রচেষ্টার বিষয়ে মুখপাত্র বলেন, আমরা সব দিক থেকে চেষ্টা করছি। ফলাফল খুব শিগগিরই আমরা দেখব। এটা তো আমরা অনেকদিন ধরে চেষ্টা করছি। আমরা আশা করছি, এখন যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, তার মাধ্যমে ভালো কিছু বের হয়ে আসবে।
সরকারের উদ্যোগের সঙ্গে জাতিসংঘের যুক্ত থাকার বিষয়ে এক প্রশ্নের জবাবে রফিকুল আলম বলেন, আমরা বলতেই পারি জাতিসংঘ আমাদের সঙ্গে যুক্ত রয়েছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা রোহিঙ্গা ইস্যুতে আমাদের সঙ্গে কাজ করছে। প্রত্যাবাসনের বিষয়ে জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ সরকার আলোচনা অব্যাহত রেখেছে। কিন্তু তাদের একটি শর্ত আছে, সহায়ক পরিবেশ হতে হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান জানিয়েছেন, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ। এর মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধানের একটি পথ খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
আরাকান আর্মির কোন পর্যায়ে বাংলাদেশ যোগাযোগ করছে এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে তাদের সঙ্গে যোগাযোগ করা ঠিক হয়েছে কি না—এমন প্রশ্নে মুখপাত্র বলেন, ‘এটা নিয়ে আমি মন্তব্য করতে পারব না। এ বিষয়ে আমার কিছু জানা নেই।’
জাতিসংঘসহ মানবাধিকার সংস্থাগুলো রাখাইনে মানবিক সহায়তা পাঠাতে বাংলাদেশকে করিডোর দেওয়ার প্রস্তাব দিয়েছে। সরকার করিডোর দেবে কি না—এমন প্রশ্নে রফিকুল আলম বলেন, ‘এটার উত্তর আমার কাছে নেই।’
এনআই/এসএম