চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় এক নারী ভিক্ষুককে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে সিএনজিচালিত অটোরিকশাচালকের বিরুদ্ধে। 

মঙ্গলবার (১১ মার্চ) থানার চান্দগাঁও আবাসিক এ-ব্লক নুরু কোম্পানির গ্যারেজের পশ্চিম পাশে খালি জায়গায় এ ঘটনা ঘটে। 

তবে শনিবার (১৫ মার্চ) অভিযুক্ত চালক মো. আব্দুল আলীকে (৫৫) আটকের পর বিষয়টি জানাজানি হয়। আব্দুল আলী ভোলার চরফ্যাশন থানার হালিমাবাদ হুনার বাড়ির বাসিন্দা। তার বাবার নাম হাসান আলী সোনার।

পুলিশ জানায়, ভুক্তভোগী নারী ভিক্ষুকের বয়স আনুমানিক ২৬ বছর। তার বাড়ি নোয়াখালীর হাতিয়ায়। বর্তমানে তিনি নগরের চান্দগাঁও এলাকায় ভিক্ষা করে থাকেন৷ ভুক্তভোগীকে গত ১১ মার্চ দিবাগত রাতে তুলে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত আব্দুল আলী।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, আমরা ঘটনাটি জেনেছি মঙ্গলবার। শুনার সঙ্গে সঙ্গে অভিযান পরিচালনা করে অভিযুক্ত অটোরিকশাচালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমআর/এমএসএ