প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

দুবাই থেকে অবৈধভাবে এসেছে ৩২ হাজার কোটি টাকার সোনা

সংযুক্ত আরব-আমিরাত (দেশটির প্রসিদ্ধ শহর দুবাই) প্রতিবছর বাংলাদেশে বিপুল পরিমাণ সোনার বার রপ্তানি করে। দেশটি থেকে সোনার বার রপ্তানির শীর্ষ ১০ গন্তব্যের একটি বাংলাদেশ। অবশ্য বাংলাদেশের সরকারি পরিসংখ্যান বলছে, আবর আমিরাত থেকে বাংলাদেশে সোনা আমদানি হয় খুব সামান্য।

দুই দেশের সোনা-বাণিজ্যের হিসাবে এই গরমিলের কারণ, বেশির ভাগ সোনার বার আসে ‘অবৈধভাবে’। অবৈধ সোনা-বাণিজ্যের কারণে বাংলাদেশ রাজস্ব হারায়। অন্যদিকে অপরাধ ও চোরাচালানে ব্যবহার করা হয় অবৈধভাবে আসা সোনা।

কালের কণ্ঠ

টিসিবির লাইনে মানুষের চাহিদা ও চাপ বাড়ছে

স্বল্প আয়ের মানুষের কাছে ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রি করছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বর্তমানে সংস্থাটি স্থানের সংখ্যা ও পণ্যের পরিমাণ দুটিই উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে। তবে দ্বিগুণ পণ্য বিতরণ করেও টিসিবির লাইনে পণ্য কিনতে আসা মানুষের চাহিদা পূরণ করতে পারছে না সংস্থাটি। প্রতিদিনই ট্রাকের পেছনে দীর্ঘ সময় অপেক্ষার পর খালি হাতে ফিরে যাচ্ছে অনেক মানুষ।

সমকাল

ট্রাইব্যুনাল আছে, বিচারক নেই

জমি নিয়ে বিরোধ মীমাংসায় ভূমি জরিপ ট্রাইব্যুনাল ও আপিল ট্রাইব্যুনাল গঠন হলেও নিয়োগ হয়নি বিচারক। ফলে এসব ট্রাইব্যুনালে ঝুলে আছে লাখ লাখ মামলা। দীর্ঘদিন ধরে মামলা নিষ্পত্তি না হওয়ায় বিচারাধীন প্রায় চার লাখ মামলার বাদী-বিবাদী মিলিয়ে কয়েক লাখ মানুষ হয়রানির মধ্যে আছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৩ সালের আগস্টে প্রথমবারের মতো ৫৪ জেলায় ভূমি জরিপ (ল্যান্ড সার্ভে) আপিল ট্রাইব্যুনাল গঠন করে সরকার। ফলে ভূমি জরিপ ট্রাইব্যুনালের রায়ে সংক্ষুব্ধ পক্ষরা আপিলের সুযোগ পাচ্ছেন। আপিল ট্রাইব্যুনাল গঠনের দেড় বছর পরও বিচারক নিয়োগ হয়নি। একইভাবে বিভিন্ন সময়ে ৫৪ জেলায় গঠন করা হয় ভূমি জরিপ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল সংখ্যা বাড়লেও মামলাজট নিরসন হয়নি। কারণ, ৫৪ ভূমি জরিপ ট্রাইব্যুনালের মধ্যে বিচারক নিয়োগ করা হয়েছে মাত্র ১৩টিতে। দীর্ঘদিন ধরে বিচারক নিয়োগ না হওয়ায় ভূমি জরিপ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা জমেছে ৩ লাখ ৮১ হাজার ৪৭০টি। আপিল ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা আছে ৮ হাজার ৫১২টি।  

মানবজমিন

১৪০০ ডাকাত আতঙ্ক মহাসড়কে

মহাসড়কে একের পর এক ডাকাতির ঘটনায় ঈদযাত্রায় বাড়িফেরা মানুষের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। যদিও পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, ঈদযাত্রা নিরাপদ রাখতে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হয়েছে। প্রায় এক হাজার ৪০০ ডাকাতের তালিকা তৈরি করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে। বিগত দিনগুলোতে বেশ কিছু ডাকাতির ঘটনা ঘটায় নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জামিনে মুক্তি পাওয়া ডাকাতদেরও নজরদারিতে রাখা হয়েছে। তবে ডাকাত নিয়ে ঈদযাত্রায় শঙ্কা, আতঙ্ক থাকলেও পুলিশ বলছে, কিছুদিন আগেও মহাসড়কে ডাকাতির ঘটনা ঘটলেও এখন কমেছে। অসংখ্য পেশাদার ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সারা দেশের মাঠ পর্যায়ের পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে। মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাতে টহল বাড়ানো হয়েছে। 

আজকের পত্রিকা

ঢাকা থেকে বের হয়েই ভোগান্তির ভয়

প্রিয়জনের সঙ্গে ঈদুল ফিতর উদ্‌যাপনের স্বপ্ন নিয়ে রাজধানীবাসী যে আনন্দে ভাসে, তা উবে যায় ঘরমুখী যাত্রার শুরুতেই। এবার ঈদে বাড়ির পানে ছোটা মানুষ ঢাকা থেকে বের হওয়ার পয়েন্টগুলোতে তীব্র যানজটের মুখে পড়তে পারে। সড়কসংশ্লিষ্ট ব্যক্তিরা সেই আভাসই দিচ্ছেন।

মহাসড়কে ওঠার পরও স্বস্তির আশা করতে পারবেন না ঢাকা-উত্তরবঙ্গ ও ঢাকা-সিলেট পথের যাত্রীরা। কারণ ওই দু্ই মহাসড়কে এখনো চলছে উন্নয়নকাজ।

উত্তরবঙ্গগামী যাত্রীরা রাজধানী থেকে বের হতেই গাবতলী, আমিনবাজার, বাইপাইল এলাকায় যানজটে পড়তে পারেন। ঢাকা-সিলেট মহাসড়কে চলাচল করা গাড়িগুলো কাঁচপুর ব্রিজের পশ্চিম ঢালে, যাত্রামুড়া ব্রিজ, তারাবো বাসস্ট্যান্ড, ডেমরা সেতু, রূপসী বাসস্ট্যান্ড, রবিন টেক্স গার্মেন্টস এবং ভুলতা মোড় পর্যন্ত যানজটের কবলে পড়তে পারে।

দেশ রূপান্তর

সুযোগে ছদ্মবেশে সক্রিয় আরসা

মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যরা বাংলাদেশে দিনে দিনে সক্রিয় হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে তাদের অবস্থানের তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার সুযোগ নিয়েছে আরসা সদস্যরা। সাধারণ রোহিঙ্গা সেজে তারা জড়াচ্ছে নানা অপরাধে। শুধু কক্সবাজার অঞ্চলই নয়, সেখান থেকে কয়েকশ কিলোমিটার দূরের ময়মনসিংহ বা নারায়ণগঞ্জের মতো এলাকায় বিভিন্ন পেশার পরিচয়ে আরসা সদস্যদের লুকিয়ে থাকার বিষয়টি প্রকাশ্যে আসার পর দেশের সার্বিক নিরাপত্তার বিষয়টি ভাবিয়ে তুলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে। রাজনৈতিক পটপরিবর্তনের পর বিদ্যমান পরিস্থিতির সুযোগ নিয়ে আরসা সদস্যদের বড় ধরনের নাশকতার শঙ্কাও রয়েছে।

যুগান্তর

৭ হাজার কোটি টাকার ঋণ জালিয়াতি

অভিনব কায়দায় জালিয়াতির মাধ্যমে সাত হাজার কোটি টাকা ঋণ নিয়েছে নাবিল গ্রুপ। যার বেশির ভাগই বেনামি। আরও ৪ হাজার কোটি টাকা ঋণের মধ্যেও আছে নানা ধরনের অনিয়ম। এর মধ্যে অন্যতম হচ্ছে জামানত জালিয়াতি। সাধারণত জামানত বন্ধকের পর ঋণ দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে আগে ঋণ দেওয়া হয়েছে, পরে নেওয়া হয় জামানত। ঋণের টাকায় খোলা এফডিআর ওই ঋণের জামানত হিসাবেই বন্ধক রাখা হয়েছে। ঋণখেলাপি হলে এফডিআর ভেঙে ডাউন পেমেন্টের মাধ্যমে নবায়ন করা হয়েছে-এমন অবিশ্বাস্য জালিয়াতি করেছে নাবিল গ্রুপ। এতে সহায়তা করেছেন ব্যাংকের অসাধু কর্মকর্তারা। এছাড়া ঋণের বিপরীতে জামানতের মূল্য খুবই কম। ঋণ জালিয়াতির টাকায় গ্রুপটি দেশের বিভিন্ন অঞ্চলে বেআইনিভাবে ১ হাজার একর জমি কিনেছে। কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার অনুযায়ী ঋণের টাকায় জমি কেনা নিষিদ্ধ। অভিযোগ আছে তিনটি ব্যাংক থেকে নেওয়া এসব ঋণের টাকা কয়েক হাত ঘুরে এস আলমের হিসাবে গেছে। যা পরে বিভিন্নভাবে বিদেশে পাচার করা হয়েছে।

কালের কণ্ঠ

হাত বাড়ালেই মিলছে মাদক

আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর শিথিলতায় দেশে আরো ভয়াবহ আকার ধারণ করছে মাদকের ব্যবহার। গত কয়েক মাসে মাদকসেবীর সংখ্যা অন্তত ২০ লাখ বেড়েছে বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন। হাত বাড়ালেই মিলছে মাদক। সেই সঙ্গে মাদক ব্যবসায় দেশ থেকে অর্থপাচারও বাড়ছে।

২০২৩ সালের জুনে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আংকটাড (ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট) এক প্রতিবেদনে জানিয়েছিল, প্রতিবছর শুধু মাদকের কারণে বাংলাদেশ থেকে প্রায় ৪৮১ মিলিয়ন মার্কিন ডলার (বর্তমানে পাঁচ হাজার ৮৪১ কোটি টাকারও বেশি) পাচার হয়ে যায়। অবৈধ মাদক ব্যবসার মাধ্যমে অর্থপাচারের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে পঞ্চম এবং এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে।

সমকাল

ওয়ার্ডে প্রশাসক নিয়োগে তৎপরতা বিএনপির না

রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশনের ১২৯ ওয়ার্ডের কাউন্সিলর পদে সরকারের মাধ্যমে ‘প্রশাসক’ নিয়োগে তৎপরতা চালাচ্ছে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সংগঠনের মাধ্যমে সম্ভাব্য প্রশাসকদের তালিকাও তৈরি করছে তারা। তবে বিএনপিসহ অধিকাংশ দল প্রশাসক নিয়োগের বিরোধী। তাদের ভাষ্য, এনসিপিকে সুবিধা দিতেই এ আয়োজন; এটি মানা হবে না।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ সংশোধন করে অন্তর্বর্তী সরকার একটি কমিটি গঠনের বিধান যুক্ত করেছে। কমিটির সদস্যরা কাউন্সিলরের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করতে পারবেন।

বণিক বার্তা

পারফিউম ব্যবসার আড়ালে দেশের সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্রমাণ পেয়েছে এনবিআর

দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্রমাণ পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটির কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) অনুসন্ধান চালিয়ে হুন্ডির মাধ্যমে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের তথ্য পেয়েছে। হুন্ডি কারবারে অভিযুক্ত কোম্পানিটির নাম আল হারামাইন পারফিউমস। কোম্পানির মালিক সিলেটের ব্যবসায়ী মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির। যুক্তরাষ্ট্রের নাগরিক এ ব্যবসায়ী এখন গোল্ডেন ভিসার আওতায় সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বসবাস করছেন।

প্রথম আলো

দাসত্বের শিকার জলবায়ু অভিবাসীরা

সিলেটের গোয়াইনঘাটের লেঙ্গুড়া এলাকা থেকে বছর তিনেক আগে সাভারে এসে পোশাক কারখানায় কাজ নেন আফজাল হোসেন (৪০)। তাঁর সঙ্গে এলাকার আরও জনা তিনেক পুরুষও এসেছিলেন তখন। একই ভাড়া বাসায় উঠেছিলেন। এলাকায় কাজের অভাব, মজুরি কম; এক দিন কাজ থাকলে সাত দিন নেই। এভাবে অনিশ্চয়তায় দিন পার করা আফজাল যখন ঢাকায় এসে কাজ পান, তখন বেতন ছিল সাড়ে সাত হাজার টাকা। কিন্তু বাসা ভাড়া, খাওয়ার খরচ আর গ্রামের বাড়িতে পাঠানোর পর মাসের শেষ দিকে হাতে আর কোনো টাকাই থাকত না। ধারকর্জ করে মাস শেষ করতে হতো। এভাবে দিনের পর দিন পার করছিলেন। সম্প্রতি শেষ সম্বল চাকরিটাও খুইয়েছেন।

এছাড়া গ্রামীণ এমপ্লয়মেন্ট পেয়েছে জনশক্তি রপ্তানির সনদ; পুলিশকে নির্বাচনী প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা; প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ সেনাপ্রধানের—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।