আরএনবির দুই চিফ কমানডেন্টকে বদলি
মো. আশাবুল ইসলাম ও জহিরুল ইসলাম
বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ( আরএনবি ) পূর্ব ও পশ্চিমের দুই চিফ কমানডেন্টকে বদলি করা হয়েছে।
পূর্বাঞ্চল রেলওয়ে নিরাপত্তা বাহিনীর নতুন চিফ কমানডেন্ট করা হয়েছে মো.আশাবুল ইসলামকে। তিনি এতদিন পশ্চিমাঞ্চল রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চিফ কমানডেন্ট ছিলেন। অন্যদিকে পূর্বাঞ্চল রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চিফ কমানডেন্ট মো. জহিরুল ইসলামকে পশ্চিমাঞ্চলের চিফ কমানডেন্ট হিসেবে বদলি করা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (৩১ মে) রেলওয়ের সংস্থাপন শাখার উপ-পরিচালক (ই-১) শাহ আলম স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি জানানো হয়।
আদেশে বলা হয়, পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের নিরাপত্তা বাহিনী বিভাগের কর্মকর্তাদের বদলি ও পদায়ন আদেশ জারি করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বিজ্ঞাপন
রেলওয়ের দুই অঞ্চলের নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ড আরও গতিশীল করতে এ রদবদল করা হয়েছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।
কেএম/এসকেডি