নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে সনাতন ধর্মালম্বীদের স্নানোৎসব শেষে বাড়ি ফেরার পথে রূপগঞ্জ বিশ্বরোডে লেগুনার নিয়ন্ত্রণ হারিয়ে নারী ও শিশুসহ ১০ জন আহত হয়েছেন।

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহতরা হলেন- বাসন্তী রানি দাস (৫২), শীলা রানি দাস (২৬), শিল্পী রানি দাস (২৮), ছোঁয়া রানি দাস (৫), বিশ্বনাথ দাস (৪৮), অমূল্য দাস (৫০), চায়না রানি দাস (৫০), মিলনী রানি দাস (৪৫), ঈশান দাস (৬) ও সুমিত্রা রানি (৬০)।

আহত শিল্পী রানি দাসের স্বামী সোহাগ দাস জানান, আমরা সবাই ঢাকার ডেমরা এলাকার বাসিন্দা। আজ আমাদের হিন্দু সম্প্রদায়ের নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে স্নানোৎসব ছিল। এ উপলক্ষ্যে আমাদের কয়েকটি পরিবারসহ সবাই লাঙ্গলবন্দে স্নানে গিয়েছিলাম। পরে সবাই মিলে একটি লেগুনা ভাড়া করে বাড়ি ফিরছিলাম। পথে রূপগঞ্জ বিশ্ব রোডের যাত্রাকোনা এলাকায় আমাদের বহনকারী লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এ ঘটনায় লেগুনায় থাকা নারী ও শিশুসহ প্রায় ১০ জন গুরুতর আহত হয়। আহতদের অনেকেরই মাথায় আঘাত পেয়েছে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রূপগঞ্জ থেকে গুরুতর আহত অবস্থায় নারী ও শিশুসহ ১০ জনকে হাসপাতালে আনা হয়েছে।বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

এসএএ/জেডএস