র‍্যাবের হাতে গ্রেফতার দেলোয়ার

চট্টগ্রামের বাঁশখালীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মো. সাবের হোসাইন নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি দেলোয়ারকে (৪৫) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

মঙ্গলবার (১ জুন) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রোয়াজার হাট থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিকেলে চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৭, সিপিসি-৩ কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার আব্দুল্লাহ আল জাবের ইমরান।

তিনি বলেন, গত ১৮ মার্চ বাঁশখালী উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সাবের হোসেনকে কুপিয়ে জখম করেন তার চাচাতো ভাই দেলোয়ার। এলোপাতাড়ি কোপানোর ফলে সাবেরের দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ১৯ মার্চ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সাবেরের মৃত্যু হয়। এ ঘটনায় বাঁশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করে সাবেরের পরিবার।

আব্দুল্লাহ আল জাবের ইমরান বলেন, হত্যা মামলা দায়েরের পরে আসামি গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। কিন্তু প্রধান আসামি দেলোয়ার বারবার অবস্থান পরিবর্তন করতে থাকেন। এক পর্যায়ে র‌্যাব গোপন সংবাদে জানতে পারে, দেলোয়ার রাঙ্গুনিয়ার রোয়াজার হাট এলাকায় অবস্থান করছেন। পরে আজ দুপুরে দেলোয়ারকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেলোয়ার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেফতার দেলোয়ার বাঁশখালী উপজেলার খন্দকার পাড়ার মৃত মোজাহের আহমদের ছেলে।

কেএম/আরএইচ