কারিগরি ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মালয়েশিয়ার কুয়ালালামপুরগামী একটি ফ্লাইট বাংলাদেশে ফিরে এসেছে। প্রায় ১ ঘণ্টার মতো আকাশে উড়ে আবার ঢাকায় ফিরে আসে ফ্লাইটটি। ফ্লাইটের ক্যাপ্টেন ও ক্রুরা নিরাপদ ও অক্ষত রয়েছেন। মঙ্গলবার (১ জুন) রাতে এই ঘটনা ঘটে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, বিমানের বিজি-৮৬ ফ্লাইটটি একটি ‘ফেরি ফ্লাইট’ ছিল। ফ্লাইটে ক্যাপ্টেন ও ক্রু ছাড়া কোনো যাত্রী ছিল না। খালি ফ্লাইটটি ঢাকা থেকে রওনা হয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুর যাচ্ছিল। সেখান থেকে বাংলাদেশি যাত্রীদের নিয়ে ফিরে আসার কথা ছিল।

ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হয়। তবে প্রায় ৪৫ মিনিট উড্ডয়নের পর ফ্লাইটটিতে কারিগরি ত্রুটির টের পান পাইলট। তখন তিনি মিয়ানমারের আকাশে ছিলেন। তৎক্ষণাৎ সিদ্ধান্তে পাইলট ফ্লাইটটি ঘুরিয়ে ঢাকার দিকে রওনা হন।

রাত ৯টার দিকে ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এএইচএম তৌহিদ-উল আহসান ঢাকা পোস্টকে বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে ফ্লাইটটি কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হওয়ার পর ঢাকায় ফিরে এসেছে।’

বিমানবন্দর সূত্র আরও জানায়, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। তাই ফ্লাইটে কোনো যাত্রী না নিয়েই রওনা হয় বিমান। তবে ফ্লাইটে কিছু কার্গো পণ্য ছিল। ফ্লাইটটি ঢাকায় ফেরার পর ত্রুটি সারিয়ে রাত সোয়া ১১টায় আবারও কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হয়।

এর আগে মঙ্গলবার ভোরে ঝড় বৃষ্টির কারণে ঢাকার আকাশে চীন থেকে আগত একটি কার্গো ফ্লাইটকে চট্টগ্রামে পাঠানো হয়।

এআর/এমএইচএস