চট্টগ্রামে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী পলাতক
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মিনু আক্তার (৩৫) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম ইলশা গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ঘটনার পর থেকে নিহতের স্বামী ফরিদুল আলম পলাতক রয়েছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক যুগ আগে খানখানাবাদ ইউনিয়নের ডোংরা কালু ফকির বাড়ির দুদু মিয়ার ছেলে ফরিদুল আলমের সঙ্গে পশ্চিম ইলশার অজি আহমদের মেয়ে মিনু আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে তিন সন্তান রয়েছে। ফরিদুল চট্টগ্রাম শহরে একটি মোবাইল ফোনের দোকানে কাজ করতেন।
বাড়িতে কম আসা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই মনোমালিন্য চলছিল। ঘটনার দিন মিনু আক্তার নিজ বাড়িতে অবস্থান করছিলেন। ভোরে সেখানে গিয়ে তাকে ছুরিকাঘাতে হত্যা করে স্বামী ফরিদুল আলম পালিয়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত ফরিদুল আলমকে গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমআর/এমএসএ