রেল খাতকে লাভজনক ও টেকসই পরিবহনব্যবস্থায় রূপান্তর করতে পাঁচটি বড় ধরনের সংস্কার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেল উপদেষ্টা ফাওজুল কবির খান।

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় পূর্বাঞ্চল রেলওয়ে দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, রেল খাতে বড় পাঁচটি সংস্কার হচ্ছে-পুরোনো রেলপথ সংস্কার, নতুন রুটে সংযোগ স্থাপন, আধুনিক যাত্রীসেবা চালু, ডিজিটাল টিকিটিং ব্যবস্থা প্রবর্তন এবং নিরাপত্তা জোরদার করা।

ফাওজুল কবির বলেন, রেল খাতে এক টাকা আয় করতে খরচ হচ্ছে প্রায় আড়াই টাকা। এ ‘অপারেটিং রেশিও’ কমিয়ে আনতে নির্দেশনা দেওয়া হয়েছে। লক্ষ্য, এটি দুই টাকার নিচে নামিয়ে আনা।

তিনি জানান, নতুন করে ২৫০টি কোচ (বগি) রেলবহরে যুক্ত করা হচ্ছে। এর একটি অংশ দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নতুন কমিউটার ট্রেন চালু করা হবে। শিক্ষার্থীদের সময়মতো, নিরাপদে ক্যাম্পাসে যাতায়াত নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। 

উপদেষ্টা বলেন, সিলেট রুটেও নতুন ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে যাত্রীচাপ ও পর্যটনের গুরুত্ব বিবেচনায়।

সংবাদ পরিবেশনায় পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, রেল প্রশাসনকে স্পষ্টভাবে বলা হয়েছে সাংবাদিকদের তথ্য পেতে সহায়তা করতে। তবে দুঃখজনকভাবে কিছু সাংবাদিক ঠিকাদারদের হয়ে ব্ল্যাকমেইল করেন—এটা কাম্য নয়।

রেল খাতে পণ্য পরিবহনের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, বন্দরগুলোর সঙ্গে রেল সংযোগ আরও মজবুত করা গেলে দেশের অর্থনীতির গতি বাড়বে। আমরা চাই, জনগণ রেলকে নিজের বাহন মনে করুক-নিরাপদ, স্বস্তিদায়ক ও সময়নিষ্ঠ যাতায়াত নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।

এমআর/এমএসএ