ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে অনুষ্ঠিত ‘মার্চ ফর গাজা’ পরিণত হয়েছে জনসমুদ্রে। লাখো মানুষের ঢলে সোহরাওয়ার্দী উদ্যান পূর্ণ হয়ে গেছে বহু আগেই। আশপাশের সড়কজুড়ে মানুষে মানুষে ঠাসা। জায়গা না পেয়ে বিপুলসংখ্যক মানুষ আশ্রয় নিয়েছেন রমনা পার্কে, যা একপর্যায়ে পরিণত হয়েছে আরেকটি জনসমুদ্রে। পুরুষের পাশাপাশি হাজারো নারীও অংশ নিয়েছেন এ কর্মসূচিতে।

শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টার পর থেকেই রমনা পার্কে দেখা গেছে মানুষের ঢল। 

বিশ্বজুড়ে যখন ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ-সমাবেশ হচ্ছে, তখন বাংলাদেশেও ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ ব্যানারে আয়োজিত হয়েছে এই ব্যতিক্রমধর্মী সমাবেশ।

আয়োজকদের মতে, এই কর্মসূচির লক্ষ্য-গাজার নিরস্ত্র জনগণের প্রতি সংহতি প্রকাশ, বিশ্বজনমত গঠন এবং মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার হওয়া।

সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল ৩টা থেকে মাগরিব পর্যন্ত চলবে এই গণসমাবেশ। আয়োজনে ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী, খেলোয়াড়, সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের ব্যক্তিবর্গ, মিডিয়া ব্যক্তিত্ব ও নাগরিক সমাজের প্রতিনিধিরা একাত্মতা প্রকাশ করে সরব সমর্থন জানিয়েছেন।

এমএইচডি/এমএসএ