বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) এক আদেশে এ তথ্য জানায় পেট্রোবাংলা।

আদেশে প্রকৌশলী মো. ফজলুল হককে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক, প্রকৌশলী মো. হারুন ভূঁইয়াকে আরপিজিএলের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকৌশলী মো. ফারুক হোসেনকে বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শোয়েবকে পদোন্নতি দিয়ে পেট্রোবাংলার পরিচালক (পিএসসি) করা হয়েছে। 

ওএফএ/এমএ