দ্রুত বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার একটি হাইকমিশন খোলার জন্য দেশটির কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রিটোরিয়াতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফী।

প্রিটোরিয়ার বাংলাদেশ হাইকমিশন ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস অভ্যর্থনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মিশন খোলার বিষয়ে জোর দেন হাইকমিশনার। মঙ্গলবার (১৫ এপ্রিল) প্রিটোরিয়ার বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানায়।

প্রিটোরিয়া কান্ট্রি ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ২০০ জন বিদেশি কূটনীতিবিদ এবং দক্ষিণ আফ্রিকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রায় ১০০ জন বাংলাদেশি নাগরিক অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ্য পরিচালক থান্ডিওয়ে ফাদানে। এর আগে ২৬ মার্চ দূতাবাস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ও জাতীয় দিবস অনুষ্ঠান উদ্‌যাপন করা হয়। ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস অভ্যর্থনা অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার জাতীয় সংগীত বাজানো হয়।

অনুষ্ঠানে প্রিটোরিয়াতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফী ও প্রধান অতিথি বক্তব্য দেন। শাহ আহমেদ শফী তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের ইতিহাস, তাৎপর্য ও গুরুত্ব বর্ণনা করেন। এ ছাড়া, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি ইত্যাদি বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা ব্যক্ত করেন।

হাইকমিশনার বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক উন্নয়নের বিষয়ে অতিথিদের অবহিত করেন এবং বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির জন্য বন্ধুপ্রতিম দেশগুলোর প্রতি আহ্বান জানান। তিনি ফিলিস্তিনে গণহত্যা বন্ধের আহ্বান জানান ও ফিলিস্তিনের স্বাধীনতা এবং যুদ্ধ ও গোলযোগমুক্ত একটি শান্তি ও সৌহার্দ্যময় বিশ্বের প্রত্যাশা করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে হাইকমিশনারকে ধন্যবাদ জানান এবং দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ও তা উন্নয়নের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তারা উভয়ে দুই দেশের মধ্যে শিক্ষা থেকে সামরিক ও বাণিজ্য-বিনিয়োগ সব ক্ষেত্রে সহযোগিতার অবারিত সুযোগের উপস্থিতির কথা উল্লেখ করেন।

এনআই/এমজেইউ