সুপ্রিম কোর্টে বিশেষ চাহিদা সম্পন্ন দুটি টয়লেট চালু
সুপ্রিম কোর্টের মূল ভবন এবং এনেক্স ভবনে নারী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি বান্ধব স্বাস্থ্য সম্মত দুটি টয়লেট চালু হয়েছে। সুপ্রিম কোর্টের অনুমোদনক্রমে ব্রাক প্রকল্পটি বাস্তবায়ন করেছে।
বুধবার (১৬ এপ্রিল) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ নবনির্মিত এ স্থাপনাগুলো পরিদর্শন করেন।
এ সময় প্রকল্পটি বাস্তবায়ন কর্তৃপক্ষ ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
প্রধান বিচারপতি এ উদ্যোগকে মর্যাদাপূর্ণ ন্যায়বিচারের পথে একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ হিসেবে মন্তব্য করেন। তিনি বলেন, বারের সদস্যরা অথবা সাধারণ বিচারপ্রার্থী মানুষ, যারা বিভিন্ন প্রয়োজনে সুপ্রিম কোর্টে আসেন, ইতঃপূর্বে তাদের সুবিধার জন্য পাইলট প্রকল্প হিসেবে দুটো ডেডিকেটেড স্থানে পুরুষ, মহিলা এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য টয়লেট চালু করা হয়েছে। এটি জনগণের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ।
এসময় পাইলট প্রকল্প দুটি বাস্তবায়নের জন্য ব্র্যাকের সদস্যদের ধন্যবাদ জানান প্রধান বিচারপতি।
বিজ্ঞাপন
এমএইচডি/এমএন