ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, আগামী সপ্তাহে মিরপুর ১ নম্বর থেকে মিরপুর ১৩ নম্বর পর্যন্ত টানা ৩ তিন অভিযান পরিচালনা করা হবে। রাস্তা, ফুটপাত দখল করে অবৈধ ব্যাবসা করা যাবে না।

বুধবার (১৬ এপ্রিল) মিরপুরে ডিএনসিসির ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে অঞ্চল-০৪ বাসিন্দাদের সঙ্গে গণশুনানিতে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ এজাজ বলেন, আমরা ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে অভিযান শুরু করেছি। একদিন অভিযান করেই আমরা বসে থাকবো না। দিনে ও রাতে অভিযান করা হবে। একটি নির্দিষ্ট এলাকায় আমরা টানা অভিযান পরিচালনা করবো। আগামী সপ্তাহে মিরপুর ১ নম্বর থেকে মিরপুর ১৩ নম্বর পর্যন্ত টানা ৩ তিন অভিযান পরিচালনা করা হবে। রাস্তা, ফুটপাত দখল করে অবৈধ ব্যাবসা করা যাবে না। বৈধ ব্যাবসা করেন আমরা ট্রেড লাইসেন্স দেবো, সহযোগিতা দেবো।

এছাড়াও আগামী মাসের মধ্যে মিরপুরের প্রধান সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধে অভিযান করা হবে বলে জানিয়েছেন তিনি।

ঢাকা উত্তর সিটি কর্পোররেশন থেকে জানানো হয়, ডিএনসিসির আওতাধীন ১০টি অঞ্চলের নগরবাসীর সমস্যার কথা জানতে গণশুনানির আয়োজন শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। গণশুনানিতে সরাসরি অংশ নিচ্ছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। ইতোমধ্যে অঞ্চল ১,২,৩ ও ৪ এর সব ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে গণশুনানি সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে বাকিগুলোত অনুষ্ঠিত হবে।

গণশুনানিতে অংশ নিয়ে স্থানীয় বাসিন্দারা তাদের এলাকার নানা সমস্যার কথা তুলে ধরেন। এরমধ্যে রয়েছে, মশার উৎপাত, ফুটপাত বেদখল, স্ট্রিট লাইট সচল না থাকা, জলাবদ্ধতা,খাল উদ্ধার, ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য, খেলার মাঠ ও সড়ক মুক্ত করার দাবি করেন স্থানীয়রা।

মিরপুরে ডিএনসিসির ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত গণশুনানিতে অঞ্চল-৪ এর আওতাধীন ০৯,১০,১১,১২,১৩,১৪ ও ১৬ নং ওয়ার্ডের আওতাধীন স্কুল-কলেজের শিক্ষক, মসজিদের ইমাম, বাজার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতা, সোসাইটির নেতা, যুবক ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে গণশুনানিতে আরও উপস্থিত ছিলেন, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. ইমরুল কায়েস চৌধুরী, অঞ্চল- ৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন প্রমুখ।

এএসএস/এআইএস