হোল্ডিং ট্যাক্স আদায়ের জন্য আগামী মাসে ট্যাক্স ফেয়ার (কর মেলা) করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। বিষয়টি জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মোহাম্মদ এজাজ।

বুধবার (১৬ এপ্রিল) মিরপুরে ডিএনসিসির ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ডিএনসিসির অঞ্চল-০৪ এর বাসিন্দাদের সঙ্গে গণশুনানিতে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ এজাজ বলেন, ডিএনসিসির হোল্ডিং ট্যাক্স আদায়ের জন্য আগামী মাসে ট্যাক্স ফেয়ার করবো। সেখানে আপনারা হোল্ডিং ট্যাক্স দিলে রিবেট পাবেন। হোল্ডিং ট্যাক্স  দেওয়া সহজ করার লক্ষ্যে এই ট্যাক্স মেলার আয়োজন করা হবে।

নাগরিকের এক প্রশ্নের জবাবে ডিএনসিসি প্রশাসক বলেছেন, বর্তমানে ডিএনসিসির এলাকায় ট্রেড লাইসেন্স ঘরে বসেই করা যায়। আগে শোনা যেতো ট্রেড লাইসেন্সের জন্য ঘুষ লেনদেন হতো। পুরোপুরি অনলাইন হওয়ায় এখন দুর্নীতি বন্ধ হয়েছে। ঘুষ দিতে হয় না, ঘরে বসেই সবাই ট্রেড লাইসেন্স করতে পারছে। 

জন্ম নিবন্ধনও পুরোপুরি অনলাইন করার জন্য জন্ম নিবন্ধন কার্যালয় ও আইসিটি বিভাগের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হবে। এটিও পুরোপুরি অনলাইন করলে ভোগান্তি দূর হবে।

নিয়মিত মশার ওষুধ ছেটানো ও পরিচ্ছন্নতার কাজ করা হয় না উল্লেখ করে এক নাগরিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে বলেন। জবাবে ডিএনসিসি প্রশাসক জানান, মশককর্মী ও পরিচ্ছন্নতা কর্মীদের নির্দিষ্ট এরিয়া ভিত্তিক কাজের যে দায়িত্ব দেওয়া হবে নাম ও ফোন নম্বরসহ সেটির তালিকা ডিএনসিসির ওয়েবসাইটে দেওয়া থাকবে। আগামী সপ্তাহ থেকে এটি বাস্তবায়ন হবে। আপনাদের এলাকায় কাজ না করলে তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া যাবে। দায়িত্বে অবহেলার প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গণশুনানিতে আরও উপস্থিত ছিলেন— ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, অঞ্চল- ৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন প্রমুখ।

এএসএস/এআইএস