ছয় দফা দাবির বাস্তবায়ন ও কুমিল্লায় কর্মসূচিতে হামলার প্রতিবাদে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের (ডিপিআই) মূল ফটক লাল কাপড় দিয়ে ঢেকে দিয়েছেন শিক্ষার্থীরা।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ঘুরে এমন চিত্র দেখা গেছে। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে তারা সেখানে একটি শান্তিপূর্ণ মানববন্ধন করে।

মানববন্ধনের বিষয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি নাহিদ আলম আসিফ ঢাকা পোস্টকে বলেন, আমরা রাইজ ইন রেড কর্মসূচি পালন করেছি। এর অর্থ রক্তাক্ত জুলাইকে ধারণ করে শিক্ষার্থীরা যেভাবে দাবি আদায় করে নিয়েছিল, আমাদের যে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে হামলা হয়েছে এবং ২০১৩ সালে ৫ জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শহীদ হয়েছেন দশম গ্রেড রক্ষার জন্য, এটাকে ধারণ করে আমরা এই কর্মসূচি পালন করেছি। আমরা আমাদের একই দাবিতে অনড়। আমাদের ফলপ্রসূ আলোচনা না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।

তিনি আরও বলেন, এছাড়া আগামীকাল সারাদেশে মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার (১৮ এপ্রিল) রাতে ক্ষুদেবার্তায় আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধি মো. সাব্বির আহমেদ জানান, আগামীকাল ১৯ এপ্রিল ছয় দফা দাবির বাস্তবায়ন ও কুমিল্লায় কর্মসূচিতে হামলার প্রতিবাদে সারাদেশে সব পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটক লাল কাপড়ে ঢেকে দেওয়া হবে। একইসঙ্গে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেবেন।

এমএইচএন/জেডএস