প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

ইন্টারপোলে আবেদন: হাসিনা, কাদের, বেনজীরসহ ১২ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির চিঠি

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। বিদেশে পলাতক ওই ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক তিনটি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)।

সমকাল

সরকারকে চাপে রাখার কৌশল নিচ্ছে বিএনপি

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের ওপর চাপ অব্যাহত রাখবে বিএনপি। দলটি মনে করছে, নির্বাচন নিয়ে সরকার ততটা আন্তরিক নয়। তারা নির্বাচনকে তুলনামূলক কম গুরুত্ব দিচ্ছে।

সরকারের ওপর চাপ তৈরির অংশ হিসেবে সমমনাসহ অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে বিএনপি। দুই সপ্তাহের মধ্যে বৈঠকগুলো শেষ করতে চায় তারা। তারপর সংবাদ সম্মেলন করে নির্বাচন বিষয়ে আবার নিজেদের অবস্থান জানান দেবে দলটি। 

কালের কণ্ঠ

জাতীয় ঐক্যের উদ্যোগ বিএনপির

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের দাবি জোরদার করতে জাতীয় ঐকমত্য গঠনের উদ্যোগ নিয়েছে বিএনপি। এই লক্ষ্যে তারা জামায়াতে ইসলামীসহ ডান ও বামপন্থী বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে।

গত বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে দলীয় সূত্রে জানা গেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন।

সমকাল

সমঝোতায় বাধা যেখানে

ঢাকায় আসা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দল ফিরে গেছে। কিন্তু দেশের বৈদেশিক মুদ্রার ঘাটতি মোকাবিলায় প্রতিশ্রুত ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ের সুরাহা হয়নি। বাংলাদেশ এই ঋণের তৃতীয় কিস্তি পেয়েছিল গত বছরের জুন মাসে। চতুর্থ কিস্তির ৬৪ কোটি ৫০ ডলার ছাড় হওয়ার কথা ছিল গত ফেব্রুয়ারি মাসে। সে প্রস্তাব ফেব্রুয়ারিতে আইএমএফের পর্ষদে ওঠেনি। পিছিয়ে চলে যায় মার্চে। কিন্তু ওই মাসেও প্রস্তাবটি ওঠেনি। ফলে দুই কিস্তির অর্থ একসঙ্গে ছাড়ের আলোচনা শুরু হয়। সে আলোচনা এখন ঢাকা হয়ে ওয়াশিংটনে পৌঁছাল।

কালের কণ্ঠ

এখনো উদ্ধার হয়নি ১৩০০ অস্ত্র আড়াই লাখ গোলাবারুদ

দেশে উদ্ধার না হওয়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ নির্বাচনকালীন সময়ে অপরাধমূলক সহিংস কর্মকাণ্ডে ব্যবহৃত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। শেখ হাসিনার সরকার উত্খাতে ছাত্র-জনতার আন্দোলনের সময় বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া পুলিশের এক হাজার তিন শর বেশি আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার হয়নি। আড়াই লাখের বেশি গোলাবারুদেরও হদিস নেই। পুলিশ সদর দপ্তর সূত্রে এসব তথ্য জানা যায়।

সমকাল

এপারের সিমেন্টে নজর আরাকান আর্মির

মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের প্রধান রুট টেকনাফ স্থলবন্দর। এই বন্দর দিয়ে দীর্ঘদিন ধরে পণ্য আনা-নেওয়ার কার্যক্রম চলে আসছে। তবে গত এক বছর রাখাইন রাজ্যে রক্তক্ষয়ী যুদ্ধের পর জান্তা সরকারকে পরাস্ত করে আরাকান আর্মি। সীমান্তে মিয়ানমারের প্রায় ২৭০ কিলোমিটার নিয়ন্ত্রণ নেয় তারা।

নাফ নদের ওপারে মিয়ানমার অংশেও আরাকান আর্মি প্রায় একচ্ছত্র প্রভাব বিস্তার করে। রাখাইন জান্তা সরকারের হাতছাড়া হওয়ার প্রভাব ধীরে ধীরে বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে বাণিজ্যে পড়তে শুরু করে। এখন টেকনাফ স্থলবন্দর হয়ে পণ্য আনা-নেওয়া বন্ধ রয়েছে। বন্দরে পড়ে আছে ২০ হাজার বস্তা সিমেন্ট। গত মাসের শেষ পর্যায়ে সিমেন্টের শেষ চালান যায় মিয়ানমারে। গত ৯ মার্চের পর আর কোনো পণ্যের চালান প্রতিবেশী দেশটিতে যায়নি। 

প্রথম আলো

স্কুলে দীর্ঘ ছুটির ফাঁদে পড়াশোনা শিকেয় ওঠে

পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বিভিন্ন দিবস উপলক্ষে টানা ৪০ দিন ছুটি শেষে ৯ এপ্রিল আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক শাখার ক্লাস শুরুর কথা ছিল; কিন্তু পরদিন শুরু হয়েছে এসএসসি পরীক্ষা, চলবে আগামী ১৩ মে পর্যন্ত। আশপাশের ছয়টি বিদ্যালয়ের কেন্দ্র পড়েছে এই শিক্ষাপ্রতিষ্ঠানে। এর ফলে অন্যান্য শ্রেণির ক্লাস নিয়মিতভাবে নেওয়া যাচ্ছে না।

তবে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো.ছালাহ্ উদ্দীন প্রথম আলোকে বলেন, যেদিন এসএসসি পরীক্ষা থাকে না, সেদিন মাধ্যমিক ও কলেজ শাখার ক্লাস নেওয়া হচ্ছে।

কালের কণ্ঠ

রেললাইনে এক বছরে হাজার লাশ

সারা দেশে রেললাইন থেকে ২০২৪ সালে এক হাজার ১৭টি লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। সেই হিসাবে রেললাইন থেকে প্রতি মাসে গড়ে প্রায় ৮৫টি লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে ৭৯৪ জন পুরুষ এবং ২২৩ জন নারী। এসব লাশ উদ্ধরের ঘটনায় ৯৯৮টি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

প্রথম আলো

মোবাইল অপারেটরদের একটি দাবি পূরণ, গ্রাহক কতটা সুফল পাবেন

ইজারা নেওয়া অপটিক্যাল ফাইবারে নেটওয়ার্ক পর্যবেক্ষণের যন্ত্র ব্যবহারে মোবাইল অপারেটরদের বিধিনিষেধ তুলে নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

অপারেটররা বলছে, এখন তারা এই যন্ত্র ব্যবহার করতে পারবে। এতে মোবাইল ইন্টারনেট–সেবার মান বাড়ানো ও ব্যয় সাশ্রয়ের সুযোগ তৈরি হবে।

যুগান্তর

বরখাস্ত অপসারণ পদাবনতি হলে ওসি হতে পারবে না

পুলিশে চাকরিরত অবস্থায় তিনটি গুরুদণ্ড (চাকরি থেকে বরখাস্ত, অপসারণ, পদাবনতি, বেতন বৃদ্ধি স্থগিত ও পদোন্নতি স্থগিত) পেলে কোনো কর্মকর্তা থানার ওসি (অফিসার ইনচার্জ) হতে পারবেন না। আর পরিদর্শক থাকা অবস্থায় একটি গুরুদণ্ড পেলেও সংশ্লিষ্ট কর্মকর্তা ওসি পদে পদায়ন পাবেন না।

এছাড়া কোনো পুলিশ কর্মকর্তার বয়স ৫৪ বছরের বেশি হলে কোনোক্রমেই তাকে ওসি হিসাবে পদায়ন দেওয়া হবে না। ওসি পদায়ন সংক্রান্ত নতুন নীতিমালায় এসব বিষয় উল্লেখ করা হচ্ছে। নতুন নীতিমালা করা হচ্ছে পুলিশ পরিদর্শকদের (নিরস্ত্র, সশস্ত্র ও ট্রাফিক) পদায়নের ক্ষেত্রেও।

বণিক বার্তা

হাওরের ৯০ ভাগ ধান এখনো পাকেনি, ভারি বৃষ্টির পূর্বাভাসে চিন্তায় কৃষক

বোরো মৌসুমের আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে। তবে বৃহত্তর সিলেট অঞ্চলের হাওরের ৯০ শতাংশ ফসলই এখনো কাঁচা। নেত্রকোনার হাওরেও পাকেনি বেশির ভাগ জমির ধান। এর মধ্যে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যা চিন্তায় ফেলেছে ওই অঞ্চলের কৃষকদের। তারা জানিয়েছেন, মাঠের সব ধান পাকতে আরো সপ্তাহ দুয়েক লাগতে পারে। তার আগে অতিবৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টির পাশাপাশি উজানের ঢলে হাওর রক্ষা বাঁধ ভেঙে ডুবে যেতে পারে ফসল। তাই আকাশে মেঘ করলেই বাড়ে আতঙ্ক। গত কয়েকদিনের বৃষ্টিতে এরই মধ্যে বাড়তে শুরু করেছে নদীর পানি। আগাম বন্যার শঙ্কায় কাটছে দিন।

এছাড়া ছয় দফা দাবি / পলিটেকনিক শিক্ষার্থীদের কাফন মিছিল; বিএনপি আটকে দাবিতে, মাঠে জামায়াত-এনসিপি; অক্সিলারি ফোর্স জানে না তাদের কাজ কী; মালয়েশিয়ায় অভিযানে ১৬৫ বাংলাদেশি আটক—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।