তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে রাজধানীর ডেমরার ঠুলঠুলিয়া এলাকায় এক অভিযান পরিচালনা করা হয়েছে।

রোববার (২০ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দোষ স্বীকার করায় শ্রাবণ ওয়াশিং কারখানা কর্তৃপক্ষকে ৮০ হাজার টাকা ও ব্রাদার্স ওয়াশিং কারখানা কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

ওএফএ/এমএন