তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে বনানীর কড়াইলে এক অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বনানীর কড়াইলে বিটিসিএল কোয়ার্টার ও মাইক্রোওয়েভ ভবনের পেছনে অবৈধ বিতরণ লাইন স্থাপনে করে সংযোগ গ্রহণ করায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ করে আনুমানিক ৫০০টি বার্নার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ৫০০ ফুট বিতরণ লাইন উচ্ছেদ করে সেগুলো জব্দ করা হয়েছে।

অভিযান পরিচালনাকালে অভিযুক্ত কাউকে না পাওয়ায় কোনোরূপ দণ্ড আরোপ করা হয়নি।

ওএফএ/এমএন