মহানবী হযরত মুহাম্মদ (সা.) -কে কটূক্তির অভিযোগে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করেছেন একটি প্রতিষ্ঠানের শ্রমিকরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ২টা ৪৫ মিনিটের দিকে তেজগাঁওয়ের নাবিস্কোর সামনের সড়ক অবরোধ করেন শ্রমিকরা।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ সরকার জানান, একজন হিন্দু শ্রমিক মহানবী হযরত মুহাম্মদ (সা.) -কে নিয়ে কটূক্তির অভিযোগে সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। সড়ক অবরোধের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করেছে। তবে তারা পুলিশের কথা না শুনে এখনো সড়ক অবরোধ করে রেখেছেন।

সড়ক অবরোধের ফলে তেজগাঁও ও আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে ওই সড়কে চলাচলরত সব ধরনের যানবাহন।

এমএসি/এমজে