গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ
বাবার মৃত্যুর চার দিন পর না ফেরার দেশে ছেলে
গাজীপুরের গাছায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ শিশু মাইনুল ইসলাম (১২) মারা গেছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল দুইজনে।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, গাজীপুর এলাকা থেকে স্বামী-স্ত্রী ছেলেসহ একইপরিবার তিনজনকে দগ্ধ অবস্থায় এসেছিল। আজ সকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে ছেলের (১২) মৃত্যু হয়। তার শরীরের ৩৩ শতাংশ দগ্ধ ছিল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, এর আগে ১৮ এপ্রিল মাইনুলের বাবা হারিস মিয়া চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা যান। মা আয়েশা আক্তার ৬০ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন আছেন। তাদের গ্রামের বাড়ি সিলেটে। বর্তমানে গাজীপুর গাছা এলাকায় ভাড়া বাসায় থাকেন।
উল্লেখ্য, গত (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে গাজীপুরে আগুনের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়। পরে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্নে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় হারিস মিয়ার মৃত্যু হয়।
এসএএ/এমএ