মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির অভিযোগে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করেছেন একটি প্রতিষ্ঠানের শ্রমিকরা। প্রায় চার ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকদের বুঝিয়ে শান্ত করতে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ প্রচেষ্টায় শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

অবরোধকারীরা বলছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) -কে নিয়ে যে ব্যক্তি কটূক্তি করেছে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তার বিরুদ্ধে কঠিন আইনগত ব্যবস্থা নিতে হবে। তারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এর আগে দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে তেজগাঁওয়ের নাবিস্কোর সামনের সড়ক অবরোধ করেন শ্রমিকরা।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ সরকার জানান, একজন হিন্দু শ্রমিক মহানবী হযরত মুহাম্মদ (সা.) -কে নিয়ে কটূক্তির অভিযোগে সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। সড়ক অবরোধের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করেছে। তবে তারা পুলিশের কথা না শুনে এখনো সড়ক অবরোধ করে রেখেছেন।

সড়ক অবরোধের ফলে তেজগাঁও ও আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে ওই সড়কে চলাচলরত সব ধরনের যানবাহন।

এমএসি/এমজে