ইসলাম বিদ্বেষী নারীবিষয়ক সংস্কার কমিশন ও তাদের প্রতিবেদন বাতিল এবং ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মসজিদের প্রবেশমুখে কাউকে সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হচ্ছে।   

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, পল্টন মোড় থেকেই বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন। বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের সামনে ও ভেতরে দাঁড়িয়ে আছেন প্রায় ৩০ থেকে ৫০ জন পুলিশ সদস্য।

এ ছাড়া, বেশ কয়েকজন পোশাকধারী (ডিবি) পুলিশকেও অবস্থান করতে দেখা গেছে। যারা কাঁধে ব্যাগ বা হাতে ব্যাগ নিয়ে মসজিদের ভেতরে যাচ্ছেন তাদের ব্যাগ খুলে তল্লাশি করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, আজ একটি সংগঠনের বিক্ষোভ কর্মসূচি রয়েছে। সেটিকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি যেন তৈরি না হয় সেজন্য আমরা উপস্থিত হয়েছি এবং সব প্রস্তুতি নিয়েছি। 

এর আগে বুধবার ইসলাম বিদ্বেষী নারীবিষয়ক সংস্কার কমিশন ও তাদের প্রতিবেদন বাতিল এবং ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে খেলাফত মজলিস।

টিআই/এমজে