প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

ঢালাও আসামির নেপথ্যে বাণিজ্য, বিদ্বেষ, দ্বন্দ্ব

কিশোরগঞ্জের দুলাল রবিদাসের মৃত্যু হয়েছে মস্তিষ্কে রক্তক্ষরণের (স্ট্রোক) কারণে। গত বছরের ২৭ জুলাই তাঁর মৃত্যুর কারণ উল্লেখ করে সনদ দিয়েছে স্থানীয় একটি হাসপাতাল। অথচ জুলাই গণ–অভ্যুত্থানে তিনি নিহত হয়েছেন—এমন অভিযোগ এনে ২৯ নভেম্বর কিশোরগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করা হয়েছে। আসামি করা হয় অজ্ঞাতনামা ৬০০ জনসহ ৭৬৮ জনকে।

এ মামলা নিয়ে প্রথম আলোর অনুসন্ধানে চাঁদাবাজি ও পূর্বশত্রুতার জেরে হয়রানির অভিযোগসহ নানা অনিয়ম সামনে এসেছে। যে অভিযোগে মামলাটি হয়েছে, তা সঠিক নয় বলে দাবি করেছেন দুলাল রবিদাসের স্বজনেরাই। ঘটনার সময়, হত্যাকাণ্ডের বর্ণনা, আসামির তালিকা—সবই ভুয়া।

কালের কণ্ঠ

এক মাসে ৮৩ অপহরণ

দেশের বিভিন্ন স্থানে গত মার্চ মাসে ৮৩ জনকে অপহরণ করা হয়েছে। প্রতিটি অপহরণের ঘটনায় মামলা হয়েছে বলে পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে। সে অনুযায়ী গড়ে প্রতিদিন দুজনের বেশি অপহূত হয়েছে। অপহৃতদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছে, যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার জন্য বড় হুমকি।

যুগান্তর

বিপন্ন বন্যপ্রাণীর ৪০ শতাংশ সংরক্ষিত এলাকার বাইরে

বিলুপ্ত হওয়ার চরম হুমকিতে আছে বিপন্নের কাতারে চলে যাওয়া দেশের অনেক বন্যপ্রাণী। নষ্ট হওয়ার পথে জীববৈচিত্র্য। স্থল, নদী বা সমুদ্র সব জায়গায় একই অবস্থা বিরাজমান। সাম্প্রতিক এক গবেষণা বলছে, দেশের বিপন্ন বণ্যপ্রাণীর ১২৫টির মধ্যে ৪০ শতাংশের বসবাস এখনও সংরক্ষিত এলাকার বাইরে। অর্থাৎ বনবিভাগের আওতাধীন জায়গা বা বনের বাইরেও দেশের বিশাল এলাকাজুড়ে অরক্ষিত অবস্থায় এসব বন্যপ্রাণী, পাখি, জলজ প্রাণীদের বসবাস রয়েছে। এলাকাগুলোতে বিপন্ন সব বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ জরুরি হয়ে পড়েছে। মানুষের সঙ্গে তাদের সংঘাত বাড়ছে। বন্যপ্রাণীর প্রাকৃতিক আবাসস্থল নষ্ট করতে করতে এমন এক অবস্থায় এসে পৌঁছেছে যে, প্রাণীদের জন্য নিরাপদ আবাসস্থল নেই বললেই চলে। ফলে দেশে এক সময় প্রচুর পাওয়া বা দেখা যেত এমন অনেক প্রাণী এখন প্রায় বিলুপ্তির পথে। বনজঙ্গল নষ্ট করা, জলাভূমি ভরাট হওয়া, পরিবেশ দূষণ, নির্বিচারে শিকার এবং জলবায়ু পরিবর্তনের কারণেও দেশে অনেক প্রাণীকূল এখন বিপন্ন।

আজকের পত্রিকা

২০০০ কোটি টাকার বিল দিচ্ছে না চীনা ব্যাংক

ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেললাইন নির্মাণকাজ শেষ হয়েছে। বিভিন্ন অবকাঠামোর কিছু কাজ বাকি থাকলেও এই পথে নিয়মিত বাণিজ্যিক ট্রেন চলছে। তবে এই প্রকল্পে অর্থায়নকারী চীনের এক্সিম ব্যাংক শেষ পর্যায়ে ঋণের অর্থ ছাড় না করায় ঠিকাদারের বিল পরিশোধ নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

প্রকল্প সূত্র জানিয়েছে, চীনের এক্সিম ব্যাংক ঋণের অর্থ ছাড় না করায় ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ১০টি বিল বাবদ ঠিকাদারের প্রায় ১ হাজার ৯৭২ কোটি টাকা পাওনা রয়েছে। অর্থ ছাড়ের জন্য ব্যাংকটিকে গত বছর থেকে তাগিদ দিয়ে যাচ্ছে প্রকল্প কর্তৃপক্ষ। এ নিয়ে তিন থেকে চারবার এক্সিম ব্যাংকের সঙ্গে প্রকল্প কর্তৃপক্ষের বৈঠক হলেও সমাধান হয়নি, ঋণের অর্থও ছাড় হয়নি।

প্রথম আলো

নারায়ণগঞ্জের সাত খুনের ১১ বছর আজ: কনডেমড সেলে তারেক সাঈদ, বরাদ্দ সাধারণ বন্দীর খাবার

নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি র‍্যাব-১১-এর সাবেক অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মদ আগে কারাগারে আয়েশেই দিন কাটাতেন। বাসা থেকে রান্না করা খাবার যেত চাকরিচ্যুত এই লেফটেন্যান্ট কর্নেলের জন্য। সাধারণ কারাবন্দীদের জন্য বরাদ্দ খাবার তিনি খেতেন না।

তবে গণ–অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চিত্র পাল্টে গেছে। তারেক সাঈদ এখন কুমিল্লার কেন্দ্রীয় কারাগারের কনডেমড সেলে আছেন। তাঁর জন্য ‘আলাদা’ ব্যবস্থা নেই। সাধারণ কারাবন্দীদের খাবার খেতে দেওয়া হয় তাঁকে।

সমকাল

শিল্পে উৎপাদন ব্যাহত

দেশে ছোট-বড় ইস্পাত কারখানা অর্ধশত। এর ৬২ শতাংশ চট্টগ্রামে। শুধু ইস্পাত নয়; গার্মেন্ট সেক্টরেও ঢাকার পরে অবস্থান চট্টগ্রামের। সংকটে পড়ে গত সাত মাসে এসব কারখানার ৫০টি বন্ধ হয়ে গেছে। আর বিনিয়োগের পথে থাকা শতাধিক প্রতিষ্ঠানের কার্যক্রম থমকে গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, গ্যাস ও বিদ্যুতের সংকট এবং দাম বৃদ্ধির প্রভাব পড়েছে শিল্পকারখানায়; বিশেষত টেক্সটাইল, সিরামিক ও ইস্পাত কারখানা। এগুলো গ্যাসনির্ভর। তাই গ্যাসের সরবরাহ ঠিকমতো না পাওয়া, কাঙ্ক্ষিত মাত্রায় গ্যাসের চাপ না পাওয়া এবং দাম বৃদ্ধির কারণে উৎপাদন উল্লেখযোগ্য মাত্রায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

প্রথম আলো

এলজিইডির প্রকৌশলী রাশেদুলের ঢাকায় প্লট-ফ্ল্যাট, কলেজশিক্ষক স্ত্রীর কোটি টাকার সম্পদ

ঢাকার অভিজাত একটি আবাসিক এলাকায় প্লট কিনেছেন। কিনেছেন ফ্ল্যাট। শেয়ারবাজারে বিনিয়োগ করেছেন চার কোটি টাকা। এফডিআর (স্থায়ী আমানত) রয়েছে সোয়া কোটি টাকার। দুদক বলছে, তাঁর স্ত্রীর নামেও রয়েছে কোটি টাকার সম্পদ। বিপুল এই সম্পদ করা হয়েছে ঘুষের টাকায়।

তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জ্যেষ্ঠ প্রকৌশলী মো. রাশেদুল আলম। তাঁর স্ত্রী অপর্ণা রানী দাস একটি কলেজের শিক্ষক। এই দম্পতির বিরুদ্ধে মামলার সুপারিশ করা হয়েছে।

যুগান্তর

আসামি ১১৬৮ পুলিশ

ছাত্র-জনতার চব্বিশের অভ্যুত্থানে সংঘটিত গণহত্যা এবং আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরে খুন ও গুমের অভিযোগে পুলিশের বিরুদ্ধে মামলার পাহাড় জমেছে। জুলাই-আগস্টের গণহত্যায় দায়ের হওয়া মামলার সংখ্যা প্রায় ১ হাজার ৩৪০টি। এছাড়া স্বৈরাচারের আমলে অসংখ্য খুন ও গুমের ঘটনায় যেসব পুলিশ সদস্য জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে আরও প্রায় ১ হাজার ১১০টি। সব মিলিয়ে এসব অভিযোগে পুলিশের বিরুদ্ধে গতকাল পর্যন্ত ঢাকাসহ সারা দেশে ১ হাজার ১৬৮ জন পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ২ হাজার ৪৫০টি।

দেশ রূপান্তর

বড় দলের ভোটে ভাগ বসাতে ছোট ছোট দল

জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে চলমান বিতর্কের মধ্যেই চলছে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। প্রায় প্রতিদিন কয়েকজন মিলে রাজনৈতিক দল ঘোষণার খবর আসছে। গত কয়েক মাসে অন্তত ২৭টি রাজনৈতিক দলের আত্মপ্রকাশের খবর পাওয়া গেছে। মূলত দুই কারণে ছোট রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটছে নির্বাচনে বেশিসংখ্যক রাজনৈতিক দলের অংশগ্রহণ দেখানো ও বড় রাজনৈতিক দলের ভোটে ভাগ বসানো।

বণিক বার্তা

মূলধনি যন্ত্রপাতির ঋণপত্র খোলা কমেছে ৩০ শতাংশ

টানা তিন অর্থবছর ধরে দেশে মূলধনি যন্ত্রপাতি আমদানি কমছে। চলতি অর্থবছরেও এ খাতের ঋণপত্র (এলসি) হ্রাসের প্রবণতা অব্যাহত রয়েছে। তিন বছর আগে এক অর্থবছরে মূলধনি যন্ত্রপাতির এলসি খোলার পরিমাণ ছিল ৬০০ কোটি বা ৬ বিলিয়ন ডলার। চলতি অর্থবছরে তা মাত্র ১ বিলিয়ন ডলারের ঘরে নেমে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) মূলধনি যন্ত্রপাতি আমদানির জন্য মাত্র ১১৫ কোটি ৩৯ লাখ ডলারের এলসি খোলা হয়েছে। যেখানে ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ২৪ শতাংশ কমে যাওয়ার পরও এ আট মাসে ১৬৫ কোটি ডলারের এলসি খোলা হয়েছিল। সে হিসাবে চলতি অর্থবছরে মূলধনি যন্ত্রপাতি আমদানি আরো ৩০ দশমিক ১০ শতাংশ কমে গিয়েছে। আর ২০২২-২৩ অর্থবছরে মূলধনি যন্ত্রপাতির এলসি নিষ্পত্তি কমেছিল ২৯ দশমিক ৪৭ শতাংশ।

দেশ রূপান্তর

বিনামূল্যে ১২ রোগের ১০ টিকা পাচ্ছে শিশু

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) মাধ্যমে দেশে বর্তমানে ১২টি রোগপ্রতিরোধে ১০ ধরনের টিকা দিচ্ছে সরকার। প্রতিবছর ৩৭ লাখের বেশি শিশু নিয়মিত এসব টিকা পাচ্ছে। ১৯৮৪ সালে টিকাদানের হার ছিল মাত্র ২ শতাংশ। সেটি এখন ৮৪ শতাংশে পৌঁছেছে। তবে দুর্গম ও উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলে ভৌগোলিক বিচ্ছিন্নতা, আর্থসামাজিক অবস্থা এবং মাতৃশিক্ষার অভাবের কারণে এখনো টিকার সুবিধা ও গ্রহণযোগ্যতায় বৈষম্য রয়েছে।

কালের কণ্ঠ

নীরবে ডুবছে পুঁজিবাজার

পুঁজিবাজার থেকে মুনাফা করার আশা ‘নিরাশা’য় পরিণত হয়েছে। উল্টো দিনে দিনে পুঁজি নিঃশেষ হয়ে যাচ্ছে। সরকার পতনের পর আশায় বুক বেঁধেছিলেন ছোট-বড় সব বিনিয়োগকারী। কিন্তু সেই বিনিয়োগকারীদের একটি অংশ এখন পথে নেমেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে।

এছাড়া দলীয় কোন্দলে রক্তাক্ত রাজনীতির মাঠ; ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে ডা. তাহের / দুবারের বেশি প্রধানমন্ত্রী চায় না জামায়াত; উল্টোরথে ইসলামী ব্যাংক সব সূচকেই পিছিয়ে; নির্বাচন ইস্যুতে ফের বিপরীত মেরুতে বিএনপি-জামায়াত—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।