পররাষ্ট্র উপদেষ্টা
গুজরাটে বাংলাদেশিদের গ্রেপ্তার নিয়ে ভারতীয় কর্তৃপক্ষ কিছু জানায়নি
ভারতের গুজরাটে হাজারের বেশি অবৈধ বাংলাদেশিকে গ্রেপ্তারের খবর আসছে গণমাধ্যমে। তবে এ বিষয়ে এখনো ভারত সরকার বাংলাদেশ কর্তৃপক্ষকে কিছুই জানায়নি।
রোববার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বিজ্ঞাপন
তৌহিদ হোসেন জানান, এখন পর্যন্ত আমরা এ ব্যাপারে পত্রপত্রিকায় দেখেছি। এর বাইরে অফিশিয়াল কোনো যোগাযোগ আমাদের দেওয়া হয়নি। অফিশিয়াল যোগাযোগ দিলেও আমাদের দেখতে হবে তারা বাংলাদেশের লোকজন কিনা? যদি বাংলাদেশের লোকজন হয়, আমরা তাদের ফেরত নেব। কিন্তু বাংলাদেশের মানুষ কিনা, এটা কিন্তু প্রমাণ করতে হবে। কারণ, আমরা জানি ভারতীয় কিছু বাংলাদেশি আছে…বাংলায় কথা বললেই বাংলাদেশি হবে এমন নয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বাংলাদেশিদের গ্রেপ্তারের বিষয়ে দিল্লির বাংলাদেশের মিশনগুলো কোনো বার্তা দিয়েছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, তারা কোনো কিছু নিশ্চিত করতে পারেনি। কারণ, ভারতীয় কর্তৃপক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।
কাশ্মিরের ঘটনার পর বৈধ ভিসাধারীদের গ্রেপ্তারের কথা শোনা যাচ্ছে। এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য আছে কিনা, জানতে চাইলে উপদেষ্টা বলেন, যদি কোনো সুর্নিদিষ্ট অভিযোগ কোনোখানে পাই আমরা, তাহলে সে ব্যাপারে ব্যবস্থা নিতে পারি। বৈধ ভিসা নিয়ে যারা যান, তারা ওখানে (ভারতে) সফর করে ফেরত চলে আসবেন। যদি তাদের কেউ আইন ভঙ্গ করে তাহলে সেটার জন্য তারা ব্যবস্থা নিতেই পারে। আমি মনে করি যাদের নিতান্ত প্রয়োজন নেই এই সংঘাতের সময় বরং এড়িয়ে যাওয়াই ভালো (ভারত সফর)।
ভারতীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে, গুজরাট রাজ্যে অভিযান চালিয়ে ভারতীয় পুলিশ অবৈধভাবে বসবাসকারী ১ হাজার ২৪ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে।
এনআই/জেডএস