প্রাইভেটকারে এসে ছোঁ মেরে ব্যাগসহ নারীকে টেনে নিয়ে গেল ছিনতাইকারী
রাজধানীর সিদ্ধেশ্বরীতে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন এক নারী। শাড়ি পরা ওই নারীর হাতে ছিল ভ্যানিটি ব্যাগ, কাছেই ছিল বড় ট্রলি ব্যাগ। হঠাৎ সাদা রঙের একটি প্রাইভেটকার ওই নারীর সামনে আসে। কিছু বুঝে ওঠার আগেই প্রাইভেটকার থেকে ওই নারীর ব্যাগ টান মারা হয়। ওই নারী পড়ে গেলে ব্যাগের সঙ্গে অনেকটা পথ তাকে টেনেহিঁচড়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।
মর্মান্তিক ওই ঘটনার একটি ভিডিও রোববার (২৭ এপ্রিল) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
বিজ্ঞাপন
তাতে দেখা যায়, গতি কমিয়ে চলন্ত প্রাইভেটকারের সামনের গ্লাস খুলে একজন ঝুঁকে বেরিয়ে ছোঁ মেরে টান দেয় ওই নারীর ভ্যানিটি ব্যাগ। সঙ্গে সঙ্গে তিনি রাস্তায় পড়ে যান এবং ব্যাগের সঙ্গে তাকে টেনেহিঁচড়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এরপর আশপাশে থাকা তিন ব্যক্তিকে দৌড়ে ঘটনাস্থলে আসতে দেখা যায়। এর মধ্যে একজন ট্রলি ব্যাগটির সামনে দাঁড়ান। বাকি দুজন ওই নারীর দিকে এগিয়ে যান। ৫০ সেকেন্ডের মাথায় ওই নারীকে আবার ঘটনাস্থলে এসে দাঁড়িয়ে উপস্থিত চার ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা যায়। এ সময় ভুক্তভোগী নারী তার হাতের কনুইয়ে আঘাতের চিহ্ন দেখাচ্ছিলেন।
খোঁজ নিয়ে জানা যায়, শনিবার (২৬ এপ্রিল) ভোরে রাজধানীর সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই নারী প্রাণে বেঁচে ফিরলেও গুরুতর আঘাত পেয়েছেন।
এ বিষয়ে ডিএমপির রমনার উপকমিশনার (ডিসি) মাসুদ আলম ঢাকা পোস্টকে বলেন, আমরা ভিকটিমকে পাইনি। ঘটনার ভুক্তভোগী পুলিশের সঙ্গে যোগাযোগ করেননি। কেবল একটি ভিডিও ফুটেজ নজরে এসেছে।
তিনি বলেন, শনিবার ভোর পৌনে ৬টার দিকে ওই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভিকটিমকে না পেলেও ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করছে। গাড়িটির গন্তব্য ও আসার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় যে বা যারাই জড়িত তাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেইউ/জেডএস