রাজনৈতিক দলের ঠিকানা চশমার দোকান, মাদরাসা, ঠিকাদারি অফিস
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
লক্কড়ঝক্কড় যান সরাতে সময় আর এক মাস, বিকার নেই মালিকদের
সড়ক থেকে পুরোনো ও মেয়াদোত্তীর্ণ যানবাহন সরিয়ে নিতে ছয় মাস সময় বেঁধে দিয়েছিল সরকার। নতুন যানবাহন কেনার জন্য মালিকদের ঋণ পেতে সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছিল। সময়সীমা শেষ হবে মে মাসে। তবে মালিকদের কোনো গরজ দেখা যাচ্ছে না।
বিজ্ঞাপন
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসাবে, ঢাকাসহ সারা দেশে চলাচলকারী ৭৫ হাজারের বেশি বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাংকলরির আয়ুষ্কাল পেরিয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে, পুরোনো এসব যানবাহন দুর্ঘটনা বাড়াচ্ছে এবং পরিবেশ দূষণ করছে।
বণিক বার্তা
মালয়েশিয়ায় ১৭ হাজার ৭৭৭ কর্মী যেতে না পারার দায় রিক্রুটিং এজেন্সির
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্র সংগ্রহের পরও বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যেতে পারেননি ১৭ হাজার ৭৭৭ অভিবাসনপ্রত্যাশী। এর পেছনে রিক্রুটিং এজেন্সিরই সব দায় দেখছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গঠিত কমিটি। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চে গতকাল ওই কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়।
আরও পড়ুন
সমকাল
‘অনলাইন জুয়া’ বন্ধে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অনলাইন জুয়া’ ও বিভিন্ন তারকার মাধ্যমে এর প্রচার-প্রচারণা বন্ধে সুনির্দিষ্ট কর্মপন্থা নির্ধারণসহ এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সাত সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ডাক, টেলিযোগাযোগ সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধানকে নিয়ে এই কমিটি গঠন করতে বলা হয়েছে। পাশাপাশি এই কমিটিকে আদালতের আদেশ বাস্তবায়নের বিষয়ে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।
প্রথম আলো
দক্ষিণ এশিয়ার খাদ্য মূল্যস্ফীতি এখন বাংলাদেশেই বেশি
দক্ষিণ এশিয়ার দেশগুলো খাদ্য মূল্যস্ফীতি কমিয়ে আনতে পারলেও বাংলাদেশ এখনো পারছে না। বিশ্বব্যাংকের খাদ্য মূল্যস্ফীতির তালিকায় বাংলাদেশ টানা দুই বছর ধরে ‘লাল’ শ্রেণিতে রয়েছে। এখন খাদ্য মূল্যস্ফীতি বাংলাদেশেই বেশি।
বিশ্বব্যাংকের তথ্য বলছে, ভারতে খাদ্য মূল্যস্ফীতি এখন ৬ শতাংশের কম। পাকিস্তানে মূল্যস্ফীতি এখন ‘মাইনাস’ (নেতিবাচক), অর্থাৎ খাদ্যপণ্যের দাম কমছে। শ্রীলঙ্কায়ও একই চিত্র। নেপাল ও মালদ্বীপে খাদ্য মূল্যস্ফীতি ৮ শতাংশের কম। ভুটানের হিসাব পাওয়া যায়নি। সার্কভুক্ত দেশ আফগানিস্তানেও খাদ্য মূল্যস্ফীতি এখন মাইনাস।
কালের কণ্ঠ
রাজনৈতিক দলের ঠিকানা চশমার দোকান, মাদরাসা, ঠিকাদারি অফিস
নির্বাচন কমিশনে এখন পর্যন্ত ৬৫টি নতুন দল আবেদন করেছে। আবেদনের প্রস্তুতি নিচ্ছে আরো দুই ডজন দল। চশমার দোকান, মাদরাসা, ঠিকাদারের অফিসও এখন দলের ঠিকানা। আওয়ামী লীগের পরিচয় মুছতেও নতুন দল গঠন করা হচ্ছে।
তবে নামসর্বস্ব এসব দলের সঙ্গে সম্ভাবনাময় কিছু দলও আত্মপ্রকাশ করছে।
নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করা দলগুলোর তালিকার ৩ নম্বর দলটি হচ্ছে বাংলাদেশ প্রবাসী কল্যাণময় পার্টি। দলটির চেয়ারম্যান ৪২ বছর বয়সী মো. শিফন ভুঁইয়া ১৫ বছর সিঙ্গাপুরে ছিলেন। বর্তমানে কোতোয়ালি থানার ১৬ নম্বর রামাকান্ত নন্দী লেনে একটি চশমার দোকান আছে।
যুগান্তর
শিল্প খাতের জন্য বরাদ্দকৃত গ্যাস সরবরাহ কমিয়ে বিদ্যুৎ ও সার উৎপাদনের জন্য দেওয়া হচ্ছে। এতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে শিল্প কল-কারখানায়। গ্যাস না থাকায় কারখানাগুলোর উৎপাদনে ধস নেমেছে। গার্মেন্টস ও টেক্সটাইল মিলগুলোর উৎপাদন ৭০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত কমে গেছে। অনেক কারখানা বন্ধ হওয়ার পথে। দেশের একটি বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান পেট্রোবাংলা চেয়ারম্যানকে চিঠি দিয়ে এই উদ্বেগের কথা জানিয়েছেন। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও গ্যাস সংকটের বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে। গ্যাসের অভাবে গত কয়েক দিনে প্রায় ৪০০ গ্যাসনির্ভর কারখানা, পূর্ণক্ষমতায় উৎপাদন করতে পারছে না। বিশেষজ্ঞদের মতে, শিল্পের গ্যাস বিদ্যুৎ উৎপাদনে সরবরাহ দেশের অর্থনীতির জন্য ভয়ংকর দুসংবাদ।
মানবজমিন
৫ দিন ধরে নিখোঁজ দেড় বছরের শিশু তানিশা
দেড় বছরের শিশু তানিশা আক্তার। নিখোঁজের ৫ দিনেও সন্ধান মিলছে না তার। সৌদি প্রবাসী তাইজুল ইসলাম ও কোহিনূর দম্পতির সন্তান সে। তিন ছেলে সন্তানের পরে তাদের কোল জুড়ে এসেছিল মেয়ে তানিশা। তার বাবাকে এখনো দেখেনি তানিশা। তার বাবাও ছুঁয়ে দেখতে পারেনি ফুটফুটে মেয়েটিকে। চার সন্তানকে নিয়ে ঢাকার মিরপুরে মধ্য পাইকপাড়ায় ভাড়া বাসায় থাকেন কোহিনূর। মঙ্গলবার রাতে বাসা থেকে নিখোঁজ হয় শিশুটি। শিশুটিকে খুঁজে না পেয়ে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। সন্তানকে খুঁজে পেতে আকুতি জানিয়েছেন তার মা। পুলিশ বলছে, নিখোঁজ শিশু তানিশাকে খুঁজে বের করতে তারা কাজ করছেন।
যুগান্তর
বেবিচককাণ্ডে ডুবছে বাংলাদেশ বিমান
চরম এয়ারক্রাফট ও পাইলট সংকটে আন্তর্জাতিক রুটে দিনে ২৫টির বেশি স্লট পরিচালনা করতে পারছে না বাংলাদেশ বিমান। এতে বছরে হাজার কোটি টাকার বেশি রাজস্ব হারাচ্ছে বিমান সংস্থাটি। এর সুযোগ নিচ্ছে বিদেশি এয়ারলাইন্স। অভিযোগ আছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কালাকানুনের কারণে সামর্থ্য অনুযায়ী এয়ারক্রাফটও লিজ নিতে পারছে না বিমান। এই অবস্থায় এবারের হজ ফ্লাইট চালাতে গিয়ে বিমান সংকটে আগামী ৩ মাসের জন্য বন্ধ করা হচ্ছে ২টি আন্তর্জাতিক রুট। একই সঙ্গে সব আন্তর্জাতিক রুটের বেশ কিছু ফ্লাইটও ছেঁটে ফেলা হচ্ছে।
কালের কণ্ঠ
চাহিদা বাড়লেও দিনে দিনে কমছে গ্যাসের সরবরাহ। দুই বছর আগেও জাতীয় গ্রিডে দিনে গ্যাস সরবরাহ করা হতো প্রায় তিন হাজার মিলিয়ন ঘনফুট। বর্তমানে দৈনিক গ্যাস সরবরাহ করা হচ্ছে দুই হাজার ৬৯৮ মিলিয়ন ঘনফুট। গ্যাসের চাহিদা ও সরবরাহে ঘাটতি বেড়ে যাওয়ায় শিল্প-কারখানার উৎপাদন কমছে।
সমকাল
নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে গত শনিবার পর্যন্ত নতুন করে ১ লাখ ১৩ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। ইতোমধ্যে যৌথভাবে তাদের আঙুলের ছাপও নিয়েছে বাংলাদেশ ও জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর)। এদের নিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মোট রোহিঙ্গার সংখ্যা দাঁড়াল অন্তত ১৩ লাখ ১৩ হাজারে। তবে নতুন আসা রোহিঙ্গাদের আইরিশের মাধ্যমে পরিচয় শনাক্তের অনুমতি এখনও দেয়নি সরকার।
নতুন আসা রোহিঙ্গাদের আবাসস্থলের ব্যবস্থা করতে বাংলাদেশকে চিঠি দিয়েছে ইউএনএইচসিআর। গত সপ্তাহে তারা শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়কে এ চিঠি দেয়। গতকাল রোববার রাতে সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্র সমকালকে এ তথ্য নিশ্চিত করে।
প্রথম আলো
স্থানীয় সরকার নির্বাচন আগে করার দাবি আবার কেন সামনে আনা হচ্ছে
আগে জাতীয় নির্বাচন, নাকি স্থানীয় সরকার নির্বাচন—এই প্রশ্নে রাজনীতিতে তুমুল বিতর্ক দেখা গিয়েছিল চলতি বছরের শুরুতে। কিন্তু তখন বিএনপির বিরোধিতার মুখে বিষয়টি হালে পানি না পেয়ে একরকম আলোচনার বাইরে চলে গিয়েছিল।
তবে সম্প্রতি কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে নতুন করে স্থানীয় সরকার নির্বাচন আগে করার দাবি সামনে আনা হয়েছে। নতুন করে দাবিটি সামনে আনার কারণ কী, এর পেছনে কোনো কৌশল আছে কি না, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে।
বণিক বার্তা
ঢাকার যানবাহনের ৪৯ শতাংশই মোটরসাইকেল ও অযান্ত্রিক
বর্তমানে ঢাকায় এমন কোনো মোড় নেই, যেখানে যাত্রীর অপেক্ষায় থাকা মোটরসাইকেল চালকের দেখা মিলবে না। অন্যদিকে ঢাকার কিছু গুরুত্বপূর্ণ এলাকা বাদে সব রাস্তা আর মোড়ে দেখা মিলবে পায়ে নয়তো ব্যাটারিচালিত রিকশার। ছোট ছোট এসব যান্ত্রিক ও অযান্ত্রিক যানবাহনের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিক ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা লেগেই থাকে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এসব বাহনের চালকরা জোটবদ্ধ হয়ে মাঝেমধ্যেই নানা দাবি-দাওয়া আদায়ে সড়কে বিক্ষোভ-অবরোধও করেন। ঢাকার পরিবহন ব্যবস্থায় সবচেয়ে বড় অংশজুড়ে রয়েছে এ ধরনের বাহন। সমীক্ষায় উঠে এসেছে, বর্তমানে ঢাকায় যত যানবাহন চলছে, তার ৪৯ শতাংশ মোটরসাইকেল এবং রিকশা-ভ্যানের মতো অযান্ত্রিক বাহন (সড়ক পরিবহন আইনে ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশার মতো বাহন ‘মোটরযান’ হিসেবে সংজ্ঞায়িত নয়)।
ইত্তেফাক
সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা ও সংস্কারের পরিধি নিয়ে চলমান বিতর্কের পাশাপাশি দ্বিমত-ভিন্নমত দেখা দিয়েছে সংখ্যানুপাতিক বা আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন এবং আগে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোর নির্বাচন করা না করা নিয়েও। শুরু থেকেই বিএনপি পিআর পদ্ধতিতে নির্বাচন ও আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের বিপক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। আর জামায়াতে ইসলামী বাইরে হরেক কথা বললেও আনুষ্ঠানিক সংলাপে বরাবরই পিআর পদ্ধতিতে নির্বাচন ও আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের দাবি জানাচ্ছে।
এছাড়া পিএসসির রহস্যময় নীরবতা; আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের; ‘শক্ত’ শরিকদের আসন ছাড়বে বিএনপি; ড. কামাল / অশুভ শক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।