অধ্যক্ষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণে নিন্দা
পটুয়াখালীর দশমিনা উপজেলাধীন সরকারি আব্দুর রশিদ তালুকদার কলেজের অধ্যক্ষ প্রফেসর নূরুল আমিন তালুকদারের সঙ্গে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট (প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা) অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে অভিযোগ তুলে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।
সোমবার (২৮ এপ্রিল) আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এতে বলা হয়, গত ২৭ এপ্রিল পটুয়াখালীর দশমিনা উপজেলাধীন সরকারি আব্দুর রশিদ তালুকদার কলেজের অধ্যক্ষ প্রফেসর নূরুল আমিন তালুকদারের সঙ্গে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট (প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা) অসৌজন্যমূলক আচরণ করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঘটনার দিন জনগুরুত্বপূর্ণ কাজে অধ্যক্ষ কলেজে উপস্থিত ছিলেন। সে সময় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে তার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। এ কলেজে দাখিল পরীক্ষা চলাকালীন অধ্যক্ষ কেন কলেজে প্রবেশ করেছেন, কার অনুমতি নিয়েছেন সেটা জানতে চান এবং অশালীন আচরণ করেন। কলেজের অধ্যক্ষ পরিচয় জানার পরও তাকে গ্রেপ্তার ও জেল-জরিমানা করার হুমকি দেন এবং তাকে কলেজ থেকে চলে যেতে বাধ্য করেন, যা অত্যন্ত গর্হিত ও অগ্রহণযোগ্য। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ একজন জুনিয়র কর্মকর্তা থেকে সিনিয়র কর্মকর্তার সঙ্গে এ ধরনের আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে।
এতে আরও বলা হয়, এ বিষয়ে দ্রুত তদন্ত করে দোষী ব্যক্তিকে আইনানুযায়ী যথাযথ শাস্তি দেওয়ার জন্য পরিষদের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছে। সেই সঙ্গে এ ধরনের ন্যক্কারজনক ঘটনার বিরুদ্ধে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের যেকোনো কর্মসূচিতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ একাত্মতা প্রকাশ করছে।
এসএইচআর/এআইএস