উদ্দীপনের ২০০ কোটি টাকা আত্মসাৎ
সাবেক সচিব মিহিরসহ ১৫ জনকে আসামি করে ছয় মামলা
ক্ষুদ্র ঋণ বিতরণের মাধ্যমে প্রায় ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সচিব ও উদ্দীপনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদারসহ ১৫ জনকে আসামি করে ছয়টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৮ এপ্রিল) ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়েছে। দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
দুদক সূত্র জানা যায়, উদ্দীপন থেকে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার ও অন্যান্যরা ভুয়া ঋণ প্রকল্প দেখিয়ে ১৯৯ কোটি ১১ লাখ ৮০ হাজার ২৯৬ হাজার টাকা অর্থ হাতিয়ে নিয়েছে। দুদকের অনুসন্ধানে অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
৬ মামলার আসামিরা হলেন- উদ্দীপন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার, ভাইস চেয়ারম্যান জাকিয়া কে হাসান, কোষাধ্যক্ষ ড. মো. গোলাম আহাদ ও সদস্য ভবদোষ নাথকে আসামি করা হয়েছে।
অন্যান্য আসামিরা হলেন- উদ্দীপন পরিচালনা পর্ষদের সদস্য মো. মাহবুবুর রহমান, নাহিদ সুলতান, নজরুল ইসলাম, শওকত হোসেন, ডা. আবু জামিল ফয়সাল ও সদস্য রেহানা বেগম। এছাড়া উদ্দীপন পরিচালনা পর্ষদের নির্বাহী পরিচালক ও সিইও বিদ্যুৎ কুমার বসু ও খাজা শামসুল হুদা, ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, সদস্য রেজা সেলিম ও নাজির মো. তৌহিদ আলমকে আসামি করা হয়েছে। যারা বিভিন্ন মামলার আসামি।
দুদক সূত্র জানা যায়, উদ্দীপনকে ব্যবহার করে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য সংগৃহীত আমানত ও তহবিল লুটপাট করেছে আসামিরা। তাদের বিরুদ্ধে দরিদ্র মানুষ থেকে অর্থ সংগ্রহ করে প্রকল্পের নামে লুটপাট করার প্রমাণ পেয়েছে দুদক। মিহির কান্তি মজুমদার সাবেক সচিব ও পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান। তার ছোট ভাই পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার যার বিরুদ্ধে দুদক একাধিক অভিযোগ অনুসন্ধান করছে। আসামিদের বিরুদ্ধে, দণ্ডবিধি ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৭১, ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
আরএম/এমএ