হয়রানিমুক্ত দ্রুত ভূমি সেবা প্রদানে প্রযুক্তির ব্যবহারের ওপর জোর
জনগণকে হয়রানিমুক্ত ও দ্রুত ভূমি সেবা প্রদানের জন্য প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ জে এম সালাহউদ্দিন নাগরী।
সোমবার (২৮ এপ্রিল) চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে ভূমি সংস্কার বোর্ডের উদ্যোগে আয়োজিত ‘ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম সহজিকরণ ও ভূমি রাজস্ব আদায় বৃদ্ধিতে করণীয়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
বিজ্ঞাপন
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভূমি সংস্কার বোর্ডের সদস্য (প্রশাসন) মো. রেজাউল কবীর। প্রবন্ধে ভূমি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং রাজস্ব আদায়ে নতুন কৌশল নিয়ে আলোচনা করা হয়।
প্রবন্ধ উপস্থাপন শেষে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সাথে এক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় কর্মকর্তারা ভূমি ব্যবস্থাপনা ও রাজস্ব আদায়ের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন।
বিজ্ঞাপন
এ সময় এ জে এম সালাহউদ্দিন নাগরী বলেন, ভূমি ব্যবস্থাপনার আধুনিকীকরণ এখন সময়ের দাবি। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের কাছে হয়রানিমুক্ত দ্রুত সেবা পৌঁছাতে হবে। অনলাইনভিত্তিক ভূমি সেবা পদ্ধতিকে আরও সহজ, কার্যকর ও জনবান্ধব করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ নূরুল্লাহ নূরী, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম এবং উপ-ভূমি সংস্কার কমিশনার (চট্টগ্রাম বিভাগ) ড. বদিউল আলম।
এমআর/এমজে