ই-৮ ভিসা ক্যাটাগরিতে ২৫ কর্মীর প্রথম ব্যাচ আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে।

সিউলের বাংলাদেশ দূতাবাস জানায়, দক্ষিণ কোরিয়ার ওয়ানডো কাউন্টি এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পরিপ্রেক্ষিতে মৌসুমী কর্মীদের (ই-৮ ভিসা ক্যাটাগরি) প্রথম ব্যাচ আজ দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে। সিউলস্থ বাংলাদেশ দূতাবাস মৌসুমী কর্মীদের ইনচন বিমানবন্দরে স্বাগত জানান।

প্রথম ব্যাচের ২৫ জন মৌসুমী কর্মী মৎস্য খাতে ওয়ানডো কাউন্টিতে অবস্থিত বিভিন্ন মৎস্য কোম্পানিতে কাজ করবেন। 

বিদেশি মৌসুমী কর্মীরাও দক্ষিণ কোরিয়ার মৎস্য ও কৃষিখাতে কাজ করে থাকেন। ভবিষ্যতে এ প্রক্রিয়া চলমান থাকবে বলে জানায় দূতাবাস।

এনআই/এআইএস