ছয় বছরেরও অধিক সময় ধরে প্রেষণ ও শিক্ষা ছুটিতে প্রবাসে অবস্থান করে দেশে না ফেরায় এবং পরবর্তী সময়ে কর্তৃপক্ষের নির্দেশনা ও নোটিশের জবাব না দেওয়ায় গণপূর্ত অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী (রিজার্ভ) মনিরুজ্জামান মনিকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, মনিরুজ্জামান মনি ২০১৭ সালের ১ সেপ্টেম্বর থেকে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ডক্টরাল প্রোগ্রামে অধ্যয়নের জন্য প্রেষণ মঞ্জুর পান। ২০১৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত মোট ছয় বছর প্রেষণ ও শিক্ষা ছুটিতে থাকার পর তিনি অতিরিক্ত ছয় মাসের ছুটি বাড়ানোর আবেদন করলে তা বিধি অনুযায়ী নামঞ্জুর করা হয়। ২০২৩ সালের ৩১ আগস্ট অনুমোদিত ছুটি শেষ হলেও তিনি দেশে ফিরে কর্মস্থলে যোগদান করেননি।

পরবর্তী সময়ে গণপূর্ত অধিদপ্তর থেকে তাকে দেশে ফিরে যোগদানের নির্দেশ দেওয়া হয় এবং কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। কিন্তু তিনি কোনো জবাব দেননি। এ অবস্থায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণ এবং পলায়ন অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়।

তদন্তকারী কর্মকর্তা যথাযথ শুনানি পরিচালনা করে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে প্রতিবেদন দাখিল করেন। এরপর দ্বিতীয়বার কারণ দর্শানো নোটিশ জারি করলেও তিনি কোনো সাড়া দেননি। ফলে বিধিমালার আওতায় সর্বোচ্চ গুরুদণ্ড হিসেবে তাকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মতামত গ্রহণের পর রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তাকে বরখাস্ত করা হয়। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এসএইচআর/এমজে