রাজধানীর মোহাম্মদপুর বছিলা ইন্টারসেকশনে যানজট নিরসনকল্পে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে আট দফা নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যানজট নিরসনকল্পে আগামী শনিবার (৩ মে) থেকে বছিলা ইন্টারসেকশন এলাকায় ইউটার্ন ও ডাইভারশনের মাধ্যমে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

বুধবার(৩০ এপ্রিল) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিদিন সকাল এবং বিকালের পিক আওয়ারে মোহাম্মদপুরস্থ বছিলা ইন্টারসেকশনে ট্রাফিক জ্যাম পরিলক্ষিত হয়। যানজট নিরসনকল্পে আগামী ৩ মে (শনিবার) থেকে বছিলা ইন্টারসেকশন এলাকায় ইউটার্ন ও ডাইভারশনের মাধ্যমে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এক্ষেত্রে ওই এলাকা দিয়ে যানবাহনসমূহকে চলাচলের জন্য নিম্নবর্ণিত নির্দেশনা (সংযুক্ত স্কেচ ম্যাপ অনুযায়ী) অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

আট দফা নির্দেশনা

১. গাবতলী হতে বছিলা ইন্টারসেকশন হয়ে সদরঘাটগামী যানবাহনসমূহকে বছিলা তিন রাস্তার মোড়ের উত্তরে বেড়িবাঁধ কালভার্ট রোড দিয়ে বাইপাস করে ময়ূরভিলার সামনে হতে ইউটার্ন করতে হবে, অতঃপর বামে টার্ন নিয়ে সদরঘাটের দিকে যেতে হবে;

২. গাবতলী হতে বছিলা ব্রিজগামী যানবাহনসমূহকে বছিলা তিন রাস্তার মোড়ের উত্তরে বেড়িবাঁধ কালভার্ট রোড দিয়ে বাইপাস করে ময়ুরভিলার সামনে হতে ইউটার্ন করতে হবে, অতঃপর সোজা বছিলা ব্রিজের দিকে যেতে হবে;

৩. সদরঘাট হতে গাবতলীগামী যানবাহনসমূহকে বছিলা ট্রাফিক পুলিশ বক্সের সামনে হতে বামে মোড় নিয়ে সড়ক ও জনপথ যাত্রী ছাউনি বরাবর ইউটার্ন করতে হবে, অতঃপর বামে টার্ন করে গাবতলীর দিকে যেতে হবে;

৪. সদরঘাট থেকে বছিলা হয়ে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডগামী যানবাহনসমূহকে বছিলা ট্রাফিক পুলিশ বক্সের সামনে হতে বামে টার্ন নিয়ে সড়ক ও জনপথ যাত্রী ছাউনি বরাবর ইউটার্ন করতে হবে, অতঃপর সোজা পথে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এর দিকে যেতে হবে;

৫. আসাদ গেটের দিক থেকে গাবতলীমুখী যানবাহনসমূহকে বছিলা ক্রসিং সোজা অতিক্রম করে সড়ক ও জনপথ যাত্রী ছাউনি বরাবর ইউটার্ন করতে হবে, অতঃপর বামে টার্ন নিয়ে গাবতলীর দিকে যেতে হবে;

৬. বছিলা ব্রিজ থেকে আগত সদরঘাটমুখী যানবাহনসমূহকে বছিলা ক্রসিং সোজা অতিক্রম করে ময়ুরভিলার সামনে হতে ইউটার্ন করতে হবে, অতঃপর বামে টার্ন নিয়ে সদরঘাটের দিকে যেতে হবে;

৭. মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে বছিলা ব্রিজ অভিমুখী যানবাহনসমূহকে কোনো ধরনের বাধাপ্রাপ্ত না হয়ে পশ্চিম দিকে সোজা পথে যেতে হবে;

৮. বছিলা ব্রিজ থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডগামী পূর্বমুখী যানবাহনসমূহকে কোনো ধরনের বাধাপ্রাপ্ত না হয়ে সোজা পথে যেতে হবে;

বছিলা ইন্টারসেকশন এলাকার যানজট নিরসনে সংশ্লিষ্ট এলাকায় নির্দেশনা অনুযায়ী চলাচলের জন্য সম্মানিত যানবাহন চালকসহ সবার সহযোগিতা কামনা করেন ডিএমপি কমিশনার।

জেইউ/এআইএস