মিলানে স্বাধীনতা ও জাতীয় দিবস নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান
মিলানে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়ে সোমবার (২৮ এপ্রিল) ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৪তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে একটি কূটনৈতিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মিলানের কনস্যুলার কোরের ডিন এবং কনস্যুলার কোরের গুরুত্বপূর্ণ সব দেশের কূটনীতিক বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৪তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কনসাল জেনারেলকে শুভেচ্ছা ও ঊষ্ণ অভিনন্দন জাকূটনীতিক জানান।
কনসাল জেনারেল মোহাম্মদ রফিকুল আলম তার শুভেচ্ছা বক্তব্যে মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই-আগস্ট ২০২৪ এর ছাত্র-জনতার বিপ্লবের ওপর আলোকপাত করেন। তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসে নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ভিশন এবং বাংলাদেশ-ইতালির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বহুমাত্রিক দিক সম্পর্কে তুলে ধরেন।
বিজ্ঞাপন
সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের বেশ কিছু নান্দনিক স্থিরচিত্র নিয়ে একটি বিশেষ ভিডিও প্রদর্শনী করা হয়। এর মাধ্যমে বাংলাদেশের পর্যটন, চারুশিল্প, প্রত্নতত্ত্ব, কৃষি, প্রধান উৎসবসমূহ এবং ধর্মীয়-সাংস্কৃতিক ঐক্যবদ্ধতা উপস্থাপন করা হয়।
এনআই/এসএম
বিজ্ঞাপন