স্পেনকে বাংলাদেশিদের কাগজপত্রের সত্যায়ন জটিলতা সমাধানের অনুরোধ
স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মহাপরিচালক লুইস ফনসেকার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (২৯ এপ্রিল) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
স্পেনের বাংলাদেশ দূতাবাস জানায়, ঘণ্টাব্যাপী বাংলাদেশ-স্পেন দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন রাষ্ট্রদূত ও স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক। তারা একমত হন যে, বাংলাদেশ ও স্পেন দ্বিপাক্ষিক সম্পর্ক বহুমাত্রিক, অর্থনৈতিক ও কৌশলগত মানে উন্নীত হবে।
তাদের আলোচনায় রাষ্ট্রদূত স্পেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার সহায়তার মাধ্যমে বর্তমানে বাংলাদেশে ও স্পেনে উদ্ভূত দলিলাদির সত্যায়ন সংক্রান্ত জটিলতার বিষয়ে সমাধানের অনুরোধ জানান।
বিজ্ঞাপন
এনআই/এমজে