বনানীতে সড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিকের মৃত্যু
রাজধানীর বনানী এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের সামনে সড়ক দুর্ঘটনায় মো. হানিফ মিয়া (৫৫) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ মে) রাত ১টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে আজ দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
হানিফ কুষ্টিয়া সদরের পূর্ব মজমপুর গ্রামের মৃত আব্দুল মিয়ার ছেলে। বর্তমানে মিরপুরের পল্লবী এলাকায় ভাড়া থাকতেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন জানান, গতরাতে খবর পেয়ে বনানী এলিভেটেড এক্সপ্রেসওয়ের সামনে রাস্তা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করি। আশেপাশের লোকদের জিজ্ঞেস করে জানতে পারি, ভ্যানগাড়ির পিছনে বসা ছিলেন ওই ব্যক্তিটি। তখন দ্রুতগতির একটি প্রাইভেট কার ধাক্কা দিলে ভ্যানগাড়ি থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়, তখন আরেকটি দ্রুতগতির ট্রাক তার ওপর দিয়ে চলে যায় এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির স্বজনদের কাছ থেকে জানতে পেরেছি, ওই ব্যক্তি গার্মেন্টসের শ্রমিক ছিলেন। গতকাল ছুটির দিন থাকায় রিকশা ভ্যানে বাসা বাড়ির মালপত্র আনা নেওয়ার লেবার হিসেবে কাজ করে বাসায় ফিরছিলেন তখন এ ঘটনাটি ঘটে।
এসআই কামাল বলেন, আমরা ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক গাড়িগুলো শনাক্তের চেষ্টা করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।
এসএএ/এআইএস