নারায়ণগঞ্জের জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের (জেএমপিএল) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেলেন ইয়াসুনোরি কাটসুমাতা। 

শুক্রবার (২ মে) জেএমপিএল এক বার্তায় এ তথ্য জানায়। 

কাটসুমাতা গতবছরের আগস্ট মাসে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানটির প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন।   

জেএমপিএলের প্রধান নির্বাহী হিসেবে কাটসুমাতা জেএমপিএলের কমিশনিং প্রক্রিয়া সফল করতে কাজ করবেন। সেই সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিতেও কাজ করবেন তিনি। 

জেএমপিএল জানায়, জ্বালানি খাতে গত ২০ বছর ধরে কাজ করে আসছেন কাটসুমতা। এর আগে তিনি জেএমপিএলের গ্যাস-চালিত বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের নবায়নযোগ্য জ্বালানি খাতের অন্যতম প্রতিষ্ঠান জেরা আমেরিকাসের ব্যবস্থাপনা পরিচালক এবং থাইল্যান্ডের ইলেকট্রিক জেনারেটিং কোম্পানি লিমিটেডের (ইজিসিও) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন কাটসুমাতা। এছাড়া মেকং এনার্জি লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্যও ছিলেন তিনি।

ওএফএ/এমএসএ