গাজীপুরের জয়দেবপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ এক বছরের শিশু আয়ানের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনজনে।

শনিবার (৩ মে) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, গাজীপুরের জয়দেবপুর থেকে দগ্ধ অবস্থায় নারী-শিশুসহ পাঁচজনকে আমাদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আজ সকালে এক বছরের শিশু আয়ান চিকিৎসাধীন অবস্থায় এইচডিইউতে মারা যায়। তার শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছিল। এই ঘটনায় ৫ জনের মধ্যে তিনজনের মৃত্যু হলো।

তিনি আরও বলেন, গত ২৮ এপ্রিল সিমা আক্তার ৯০ শতাংশ দগ্ধ নিয়ে ফিমেল এইচডিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরদিন সকালের দিকে নামে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তাসলিমা ৯৫ শতাংশ দগ্ধ নিয়ে এইচডডিইউতে মারা যান। এছাড়া পারভীনের শরীরের ৩২ শতাংশ ও তানজিলার শরীরের ৯০ শতাংশ দগ্ধ নিয়ে এইচডিইউতে চিকিৎসা চলছে।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল গাজীপুরের জয়দেবপুরে গ্যাস লিকেজ হয়ে এ দুর্ঘটনা ঘটে।

এসএএ/এমএ