কামরাঙ্গীরচরে কিশোরের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীর কামরাঙ্গীরচরে সাকিব হোসেন (১৬) নামের এক কিশোরের প্রথমে ঘুমের ওষুধ সেবন, পরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। সে লালবাগের একটি এমব্রয়ডারি কারখানায় কাজ করতো।
রোববার (৪ মে) সকালের দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নিহতের খালাতো ভাই মো. ইয়াসিন বলেন, আমার ভাই লালবাগের একটি এমব্রয়ডারি কারখানায় কাজ করে। তার পাঁচ ছয় মাস ধরে এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। দুইজনের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে অভিমান হয়। রাতে আমার ভাই প্রথমে ঘুমের ওষুধ সেবন করে এরপর তার নিজের রুমের দরজা বন্ধ করে দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকে। পরে আমরা দেখতে পেয়ে অচেতন অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
তিনি আরও বলেন, সাকিব মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরের হোসেন ব্যাপারীর ছেলে। বর্তমানে কামরাঙ্গীরচর থানার বড়গ্রাম বড় মসজিদ বাকের সরকারি প্রাথমিক বিদ্যালয় গলি এলাকার একটি টিনশেডে পরিবারের সঙ্গে থাকতো।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এসএএ/এমএ