প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সোমবার (৫ মে) প্রতিবেদন জমা দেবে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন। ওইদিন বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করা হবে।

রোববার (৪ মে) প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, স্বাস্থ্যখাত সংস্কার কমিশন আগামীকাল (সোমবার) বেলা ১১টায় প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন পেশ করবে। প্রতিবেদন জমা দেওয়ার পর বেলা ১১টা ৪৫ মিনিটে ফরেন সার্ভিস একাডেমিতে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এমএসআই/এসএসএইচ