টেক্সটাইল মিলে গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ আরও একজনের মৃত্যু
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাজীপাড়া মঞ্জু টেক্সটাইল মিলের গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ সিকিউরিটি গার্ড কবিরের (৪৫) মৃত্যু হয়েছে।
সোমবার (৫ মে) সকাল ১০টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।
বিজ্ঞাপন
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নারায়ণগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় আমাদের এখানে চারজন আসেন। তাদের মধ্যে আজ সকালের দিকে কবির চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা যান। তার শরীরের ৫৩ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে আজ ভোরের দিকে ৪০ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় হান্নান মারা যান। বর্তমানে সাইফুল ইসলামের ৩৪ দগ্ধ নিয়ে হাসপাতালে চিকিৎসা চলছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে সকাল ১০টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন- সিকিউরিটি গার্ড মো. কবির (৪৫), মো. হান্নান (৫২) ও অ্যাকাউন্টস অফিসার মো. সাইফুল ইসলাম (৩২) ও সাইফুল (২৮)।
এসএএ/এমএন