কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যে সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে ভারত। ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো উত্তেজনা নেই। সেজন্য বাংলাদেশ সীমান্তে বাড়তি কিছু করবে না বা তার কোনো প্রয়োজন নেই।

মঙ্গলবার (৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এসব কথা বলেন।

পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনায় ভারত সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে। বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়াবে কিনা, প্রশ্ন রাখা হয় নিরাপত্তা উপদেষ্টার কাছে। জবাবে খলিলুর রহমান বলেন, আমাদের সীমান্তে নিরাপত্তার জন্য যা যা করার দরকার আমরা তাই করব। ভারত-পাকিস্তানের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমাদের সঙ্গে ভারতের সে ধরনের কোনো উত্তেজনা নেই। আমরা বাড়তি কোনো কিছু করব না এবং তার কোনো কারণও দেখছি না।

উল্লেখ্য, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গত ২২ এপ্রিলের এ হামলার পর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ বাধার শঙ্কা তৈরি হয়েছে। হামলার জেরে পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিলসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ভারত।

এনআই/এমজে