তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার (৬ মে) নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সোনারগাঁওয়ের রুপসী ফেব্রিক্স কমপ্লেক্স আঙ্গিনায় ২ ইঞ্চি সার্ভিস লাইনের মাধ্যমে অবৈধভাবে গ্যাসের ব্যবহার অবস্থায় এবং বয়লার রানের মিটারের ইনে প্লাঞ্জের পূর্বে ১টি পয়েন্টের মাঝে অবৈধভাবে গ্যাস ব্যবহারের আলামত থাকায় উভয় রানের সংযোগটি বিচ্ছিন্ন করা হয়।

এছাড়া ফতুল্লার উত্তর ভূঁইগড় এলাক্য মেসার্স বন্ধন স্টিল ওয়ার্কস নামের একটি রোলিং মিলে অভিযানকালে দুটি মোল্ডিং ভাট্টিতে চারটি বার্নার ও একটি গ্যালভানাইজিং হিট ট্রিটমেন্টে তিনটি বার্নারের মাধ্যমে মোট ঘন্টাপ্রতি ৪ হাজার ৬০০ ঘনফুট লোডে অবৈধ পন্থায় গ্যাস ব্যবহার পাওয়া যাওয়ায় তা বিচ্ছিন্ন করে উৎসমুখে কিলিং করা হয়। মোবাইল কোর্টে অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই এলাকার হাবিবা বেকারি নামের একটি বেকারিতে অভিযানকালে একটি রোটারি রেক ওভেনের মাধ্যমে মোট ঘন্টাপ্রতি ৩০০ ঘনফুট লোডে অবৈধপন্থায় গ্যাস ব্যবহার পাওয়া যাওয়ায় তা বিচ্ছিন্ন করে উৎসমুখে কিলিং করা হয়। উক্ত প্রতিষ্ঠানে মাসিক ২ হাজার ১২০ ঘনমিটার  গ্যাস ব্যবহার হতো যার আনুমানিক মূল্য ৬৪ হাজার ৬৭১ টাকা। মালিক পক্ষের কাউকে না পাওয়ায় কোনরূপ দণ্ড আরোপ করা যায়নি।

ওএফএ/এমটিআই