মো. শাহজাহান

চট্টগ্রামের চিহ্নিত মাদক কারবারি মো. শাহজাহানকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুন) রাতে নগরীর ডবলমুরিং থানার চৌমুহনী এলাকার সিপিডিএল বিল্ডিংয়ের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে শুক্রবার (৪ জুন) ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন ঢাকা পোস্টকে বলেন, শাহজাহান চৌমুহনী এলাকার অন্যতম শীর্ষ মাদক কারবারি। তিনি টেকনাফ থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করেন। তার বিরুদ্ধে হালিশহর ও ডবলমুরিং থানায় চারটি মামলা রয়েছে। 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে চৌমুহনী এলাকার সিপিডিএল বিল্ডিংয়ের পাশে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশকে দেখে ইয়াবা গিলে ফেলার চেষ্টা করেন শাহজাহান। বেশ কয়েকটি ইয়াবা গিলেও ফেলেন তিনি। 

পুলিশের এ কর্মকর্তা বলেন, শাহজাহানের মুখের ভেতর থেকে ২৫ পিস ইয়াবা বের করা হয়েছে। জিজ্ঞাসাবাদে শাহজাহান জানান, তার কাছে মোট ৩৫ পিস ইয়াবা ছিল। ১০ পিস তিনি গিলে ফেলেছেন।

কেএম/আরএইচ