রাজধানীর মিরপুরের মানিকদি বাজার এলাকায় ওয়াসার পাইপ লাইনের খননকাজ করার সময় মাটিচাপা পড়ে মো. লতিফ (৬০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। মো. হানিফ (৬০) নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন এ ঘটনায়।

আজ (শুক্রবার) ভোরে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আহত শ্রমিক হানিফের চিকিৎসা চলছে।

লতিফ ও হানিফের সহকর্মী রবিন বলেন, আজ ভোরের দিকে আমরা কয়েকজন শ্রমিক মিরপুরের মানিকদি বাজার এলাকায় ওয়াসার পাইপলাইনের খনন কাজ করছিলাম। এ সময় হঠাৎ মাটিচাপা পড়ে লতিফ ও হানিফ। পরে তাদের ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক লতিফকে মৃত ঘোষণা করেন।  

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই শ্রমিকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আহত আরও এক শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এসএএ/এনএফ