মোহাম্মদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজন আহত
রাজধানীর মোহাম্মদপুরের ইদ্রিস খান রোড এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রানু (৩৫) নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত ১টার দিকে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
বিজ্ঞাপন
আহত রানু কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার সিদ্দিক মিয়ার ছেলে। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছিলেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. নয়ন জানান, গত রাত সাড়ে ১১টার দিকে রানু পায়ে হেঁটে ইদ্রিস খান রোড দিয়ে যাওয়ার সময় ৪ থেকে ৫ জন অজ্ঞাতনামা ছিনতাইকারী তার গতিরোধ করে। এক পর্যায়ে ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে রানুর বাম হাত ও পেটে আঘাত করে পালিয়ে যায়। পরে আহত রানুকে উদ্ধার করে রাত ১টার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। বর্তমানে রানু ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গতরাতে একজনকে রক্তাক্ত জখম অবস্থায় হাসপাতালে আনা হয় পরে তাকে ভর্তি দিয়েছেন।
আরও পড়ুন
তিনি আরও জানান, তিনি সুস্থ হলে জানা যাবে ছিনতাইকারীরা তার কাছ থেকে কি পরিমাণ টাকা পয়সা নিয়ে গেছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
এসএএ/এমএন