টিএনজেড গ্রুপের শ্রমিকদের ওপর পুলিশের লাঠিচার্জের তীব্র নিন্দা জানিয়েছেন শ্রমিক নেতারা। তারা বলেছেন, নির্ধারিত সময়েও বকেয়া মজুরি পরিশোধ না করে উল্টো ক্ষুব্ধ শ্রমিকদের ওপর পুলিশি হামলা চালিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করা হয়েছে।

শুক্রবার (৯ মে) সংবাদ মাধ্যমে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন শ্রমিক নেতারা।

বিবৃতিতে বলা হয়, সরকারের গঠিত ত্রিপক্ষীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত ৭ মে টিএনজেডের শ্রমিকদের বকেয়া মজুরি ও অন্যান্য পাওনা পরিশোধের কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। মালিকপক্ষ বা মন্ত্রণালয় থেকে কোনো ব্যাখ্যা বা আলোচনার উদ্যোগও নেওয়া হয়নি। এ অবস্থায় ক্ষুব্ধ শ্রমিকরা অবস্থান কর্মসূচিতে গেলে পুলিশ তাদের ওপর নির্মম লাঠিচার্জ চালায়। এতে ২০-২৫ জন শ্রমিক আহত হন।

নেতারা বলেন, ক্ষুধার্ত শ্রমিকরা যখন ন্যায্য পাওনার দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নিচ্ছে, তখন তাদের ওপর পুলিশের এই হামলা খুবই ন্যাক্কারজনক। সরকার একদিকে শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলছে, অন্যদিকে তাদের কণ্ঠরোধ করতে শক্তি প্রয়োগ করছে। এটি দ্বিচারিতার নমুনা।

তারা আরও বলেন, ২০ মার্চ থেকে টিএনজেডের শ্রমিকরা ঈদ বোনাস ও বকেয়া মজুরির দাবিতে আন্দোলন করে আসছে। সরকারের গঠিত কমিটি তারিখ নির্ধারণ করলেও তার বাস্তবায়নে কোনো নজরদারি ছিল না, যা চূড়ান্ত দায়িত্বহীনতা।

নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারের এ ভূমিকার কারণে যদি কোনো অচলাবস্থা সৃষ্টি হয়, তার দায় শ্রমিকরা নেবে না।

যৌথভাবে এ বিবৃতি পাঠান স্কপের যুগ্ম সমন্বয়ক আনোয়ার হোসেন ও চৌধুরী আশিকুল আলমসহ স্কপ নেতা আব্দুল কাদের হাওলাদার, মেজবাহ উদ্দিন আহমেদ, শাহ মো. জাফর, মুজিবর রহমান ভুঁইয়া, রাজেকুজ্জামান রতন, সাইফুজ্জামান বাদশা, কামরুল আহসান প্রমুখ।

এমএইচএন/এমএন