রাজধানীর যাত্রাবাড়ির ধলপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে সানি (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার(৯ মে) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত সানির বাড়ি কিশোরগঞ্জ সদর থানার বউলা গ্রামে। তিনি কৃষি ব্যাংকের গাড়িচালক ছিলেন। বর্তমানে তিনি যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় ভাড়া বাসায় থাকেন।

সানিকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু নাজমুল জানান, যাত্রাবাড়ির ধলপুর কমিউনিটি সেন্টারের পাশে নূরনবী সাজুর চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। এ সময় পাশে থাকা বৈদ্যুতিক পিলারের আর্থিং লাইনে স্পর্শ করলে অচেতন হয়ে পড়ে সানি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

এসএএ/এআইএস