চালের দাম আরও কমেছে, ডিম-সবজির বাজার চড়া
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত অবরোধ চলবে
আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাতভর অবস্থান এবং মিন্টো রোডের মোড়ে মঞ্চ তৈরি করে বিক্ষোভের পর গতকাল শুক্রবার বিকেল থেকে শাহবাগ মোড় অবরোধ করেছেন এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তাঁরা ‘শাহবাগ ব্লকেড’-এর ঘোষণা দিয়েছেন।
বিজ্ঞাপন
একই দাবিতে আজ শনিবার বেলা তিনটায় শাহবাগে গণজমায়েত কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। সারা দেশের জুলাই অভ্যুত্থানের স্থানগুলোতেও গণজমায়েত কর্মসূচি দেওয়া হয়েছে। এই আন্দোলনের উদ্যোক্তারা বলেছেন, শাহবাগ থেকে তাঁদের ‘দ্বিতীয় অভ্যুত্থান পর্ব’ শুরু হবে।
সমকাল
চালের দাম আরও কমেছে, ডিম-সবজির বাজার চড়া
বাজারে সবজির সরবরাহ কম থাকায় দুই সপ্তাহ ধরে দাম বাড়তি। এর প্রভাব পড়েছে ডিমে। গত এক সপ্তাহে খামারের ডিমের দাম ডজনে বেড়েছে ৫ থেকে ১০ টাকা। তবে চালের বাজার আরও কমেছে। বিশেষ করে সরু বা মিনিকেট চালের দাম এক সপ্তাহের ব্যবধানে কেজিতে কমেছে ২-৩ টাকা। শুক্রবার রাজধানীর মহাখালী, রামপুরা ও কারওয়ান বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।
রমজান মাস শুরুর পর থেকে প্রায় দুই মাস ডিমের দাম ছিল কম। এ সময় খামারের ডিমের ডজন সর্বনিম্ন ১১৫ থেকে সর্বোচ্চ ১২৫ টাকায় বিক্রি হয়েছে। তবে গত এক সপ্তাহে দুই দফায় ডজনে দর বেড়েছে ১০ টাকার মতো। ফলে প্রতি ডজন ডিম কিনতে ক্রেতার খরচ হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকা। তবে মহল্লার দোকানি কেউ কেউ ডজনে আরও ৫ টাকা বেশি রেখে ১৪০ টাকায় বিক্রি করছেন।
বণিক বার্তা
উন্নয়ন সহযোগীদের কাছে ড. ইউনূসের অনুরোধের সাড়া মেলেনি এখনো
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার চলতি ২০২৪-২৫ অর্থবছর শুরুর ৩৯ দিনের মাথায় ক্ষমতা গ্রহণ করে। কিন্তু ডলারের তীব্র সংকট, ঋণের নামে ব্যাংক লুটপাট এবং অর্থ পাচারের কারণে নানামুখী সংকটে তখন দেশের অর্থনীতি। উচ্চ মূল্যস্ফীতির মধ্যে রীতিমতো পিষ্ট সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে উন্নয়ন সহযোগীদের কাছে অতিরিক্ত ৫ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিতে অনুরোধ করা হয়, যা অন্তর্বর্তী সরকারের এক মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা নিজেই জানান। ওই সময় যুক্তরাষ্ট্র সফরে গিয়েও তিনি দেশ পুনর্গঠন ও গুরুত্বপূর্ণ সংস্কারে সহায়তা করতে দাতা সংস্থাগুলোকে অনুরোধ করেন। কিন্তু প্রায় আট মাস পেরিয়ে গেলেও সে আহ্বানে এখন পর্যন্ত সাড়া মেলেনি।
দেশ রূপান্তর
তিন সংস্থার সমন্বয়েই দেশ ছাড়েন হামিদ!
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশ ছাড়া নিয়ে চলছে তোলপাড়। ঘটনাটি জানাজানির পর বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র-জনতা। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার পদত্যাগ দাবি করে মিছিলও হয়েছে। কীভাবে তিনি দেশ ছাড়লেন তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
সরকারের নীতিনির্ধারকরা জানাচ্ছেন, আবদুল হামিদ দেশ ছেড়ে চলে যাবেন সেই তথ্য ছিল না। অথচ তিনি ভিআইপি প্রটোকল নিয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এমনকি সাবেক রাষ্ট্রপতি গাড়িতে বসেই ইমিগ্রেশন শেষ করেছেন। তার দেশত্যাগের বিষয়টি বিমানবন্দরের প্রভাবশালী তিন গোয়েন্দা সংস্থার সমম্বয়ে জানাজানি করা হয়েছিল বলে একটি সাধারণ ডায়েরিতে বলা হয়েছে। অভিযোগ উঠেছে, আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় পুলিশের চার কর্তাকে বলির পাঠা বানানো হয়েছে।
বণিক বার্তা
দেড় দশকে ঢাকায় ভূপৃষ্ঠের তাপমাত্রা দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে
দেশের প্রায় সবক’টি জেলায় বইছে তাপপ্রবাহ। গতকাল মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডঙ্গায়, ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিন রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রাও রেকর্ড হয়েছে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বিশেষজ্ঞরা বলছেন, তাপমাত্রার বড় একটা অংশ ভূমি শোষণ করে নেয়। এতে গরমের অনুভূতি অনেকটাই কমে আসে। কিন্তু অতি নগরায়ণের প্রভাবে ঢাকাসহ দেশের বড় শহরগুলোর ভূমির তাপমাত্রা ক্রমাগত বেড়ে চলছে। গত দেড় দশকে ঢাকার ভূমির তাপমাত্রা বেড়েছে শূন্য দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যে কারণে পারদে রেকর্ড হওয়ার তাপমাত্রার চেয়েও ঢাকায় গরম অনুভূতির মাত্রা অনেক বেশি থাকে।
দেশ রূপান্তর
বাংলাদেশে যৌন নিপীড়নের শিকার ৯.৩% কিশোরী
ভারতে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই প্রায় ৩১ শতাংশ কিশোরী যৌন সহিংসতার শিকার হয়, যা দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। অর্থাৎ ১৮ বছর হওয়ার আগেই তারা যৌন নির্যাতনের শিকার হয়। ভারতে এই সহিংসতা থেকে রেহাই পায় না কিশোররাও। দেশটিতে অপ্রাপ্তবয়স্ক কিশোরের যৌন সহিংসতার শিকার হওয়ার হার ১৩ শতাংশ। ল্যানসেটে প্রকাশিত ‘শিশুদের ওপর যৌন সহিংসতার প্রকোপ এবং প্রথমবার এ ধরনের সহিংসতার মুখোমুখি হওয়ার বয়স, অঞ্চল, বয়স ও লিঙ্গভিত্তিক বৈশ্বিক বিশ্লেষণ (১৯৯০-২০২৩)’ শীর্ষক গবেষণা প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বাংলাদেশের ক্ষেত্রে এই হার ৯ দশমিক ৩ শতাংশ।
যুগান্তর
নয় মাসেই চোখ ধাঁধানো পরিবর্তন লাভলু গাজীর
অভিযোগটা এসেছে খোদ বিএনপি থেকেই। লিখিতভাবে যা দেওয়া হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে। পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আট নেতার স্বাক্ষর রয়েছে সেখানে। কমিটির দুই শীর্ষ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তারা। ফ্যাসিস্ট পতনের পর টেন্ডারবাজি, সন্ত্রাস আর দখলের অভিযোগ তোলা হয় তাদের বিরুদ্ধে। সেই দুই নেতার একজন জেলা বিএনপির সদস্য সচিব অহিদুজ্জামান লাভলু গাজী। ৫ আগস্টের আগেও যিনি চলতেন রিকশা কিংবা মোটরসাইকেলে। কথায় কথায় বলতেন আর্থিক সংকটের কথা। মাত্র ৯ মাসেই বদলে গেছে সেই চিত্র। লাভলু এখন ব্যবহার করেন একাধিক দামি গাড়ি। পরিবার নিয়ে বেড়াতে যান বিদেশে। হয়েছেন ইটভাটাসহ বিপুল অর্থ সম্পদের মালিক। ছেলে নেমেছে গাড়ির ব্যবসায়। সব মিলিয়ে চোখ ধাঁধানো পরিবর্তন তার। ক্ষমতার দাপট দেখাতে গিয়ে দিয়েছেন খেসারতও। রাজধানীতে উবার চালককে মারধর করে দিতে হয়েছে মোটা অঙ্কের জরিমানা। ঢাকার সিদ্ধেশ্বরী এলাকায় তার বাড়ি উবার চালকদের ঘেরাও করার সেই ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। লাভলু গাজী অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন। রাজনৈতিক প্রতিপক্ষ তার বিরুদ্ধে মিথ্যা ছড়াচ্ছে বলে দাবি তার।
কালের কণ্ঠ
এখনো চাঁদা ও ঘুষ বাণিজ্যে মত্ত পুলিশের একাংশ
জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর বদলে যাবে পুলিশের ভাবমূর্তি—এমন আশা ছিল জনসাধারণের। দায়িত্বশীল, জনবান্ধব ও দুর্নীতিমুক্ত পুলিশ বাহিনী গঠনের প্রতিশ্রুতি এলেও বাস্তব চিত্র ভিন্ন। গাজীপুরের শ্রীপুর থেকে রাজধানীর কলাবাগান—দেশের বিভিন্ন থানায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে ঘুষ ও চাঁদাবাজির অভিযোগ নতুন করে সামনে এসেছে। কোথাও অডিও ফাঁস, কোথাও সরাসরি অভিযোগ; তদন্ত চললেও অনেকেই এখনো বহাল তবিয়তে পদে থেকে যাচ্ছেন, যা জন-আস্থা নষ্ট করছে দিন দিন।