কামরাঙ্গীরচরে বিষপানে কিশোরীর মৃত্যু
ফাইল ছবি
রাজধানীর কামরাঙ্গীরচর থানার সিলেট্যা বাজার এলাকায় বিষপানে জিয়াসমিন (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সে একটি প্লাস্টিক কারখানায় পানির কল বানানোর কাজ করতো।
সোমবার (১২ মে) বিকেল সাড়ে তিনটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
বিজ্ঞাপন
জিয়াসমিনকে হাসপাতালে নিয়ে আসা চারমা রংমালা খাতুন জানান, আমার মেয়ে একটি প্লাস্টিকের কল বানানোর কারখানায় কাজ করে। আজ (সোমবার) দুপুরের দিকে কারখানায় সে বিষ খেয়ে অচেতন হয়ে পড়ে। পরে তার সহকর্মীরা খবর দিলে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক আমার মেয়েকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও জানান, আমার এক ছেলে এক মেয়ের মধ্যে সে ছিল সবার বড়। কী কারণে সে বিষ পান করেছে, সে বিষয়টি বলতে পারছি না। আমি তাকে কোনো ধরনের রাগারাগি বা গালাগালি কিছুই করিনি। তার বাবা সফর আলীর সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। আমি মাটি কাটার কাজ করি। দুই সন্তানকে নিয়ে কামরাঙ্গীরচরের সিলেট্যা বাজার এলাকায় ভাড়া থাকি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, কামরাঙ্গীরচর থেকে এক কিশোরীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই কিশোরীর মা জানিয়েছে সে বিষপানে মারা গেছে। আমরা বিষয়টি কামরাঙ্গীরচর থানা পুলিশকে জানিয়েছি।
এসএএ/এমজে